নাটোর জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর রোমাঞ্চকর সেমিফাইনালে জয়লাভ করে ফাইনালে জায়গা করে নিয়েছে নাটোর সদর উপজেলা দল। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে নাটোর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় সদর উপজেলা দলের প্রতিপক্ষ ছিল গুরুদাসপুর উপজেলা দল। ম্যাচের শুরু থেকেই উভয় দল আক্রমণ-পাল্টা আক্রমণের মাধ্যমে খেলা জমিয়ে তোলে। প্রথমার্ধে কয়েকটি নিশ্চিত সুযোগ পেলেও গোল আদায় করতে ব্যর্থ হয় দুই দল। দ্বিতীয়ার্ধেও গোলের সুযোগ তৈরি হলেও কোন দলই জালে বল জড়াতে পারেনি। ফলে নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হয় খেলা। পরে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারের প্রথম পাঁচ শটে উভয় দল সমান সংখ্যক গোল করে। এরপর "সাডেন ডেথ" রাউন্ডে একাধিক প্রচেষ্টা চালানো হলেও ফলাফল সমতায় থাকে। দীর্ঘ সময়েও বিজয়ী নির্ধারণ সম্ভব না হওয়ায় আয়োজক কমিটি ও রেফারিদের সিদ্ধান্তে টসের মাধ্যমে জয়ী নির্ধারণ করা হয়। নাটোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত টস পরিচালনা করেন। এতে নাটোর সদর উপজেলা দল বিজয়ী হয় এবং ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত বলেন, “এই আয়োজন কেবল একটি টুর্নামেন্ট নয়, বরং নাটোরের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখান থেকে উঠে আসা খেলোয়াড়রা শুধু জেলা নয়, জাতীয় পর্যায়েও নিজেদের যোগ্যতার পরিচয় দেবে বলে আমরা আশা করি।”
খেলা দেখতে নাটোর জেলা স্টেডিয়ামের গ্যালারিতে কয়েক হাজার দর্শক উপস্থিত হয়। পুরো গ্যালারি কানায় কানায় পূর্ণ হয়ে যায় দর্শকদের উল্লাসে। খেলার প্রতিটি মুহূর্তে দর্শকদের চিৎকার-হর্ষধ্বনিতে স্টেডিয়াম মুখরিত হয়ে ওঠে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আগামী ১৯ সেপ্টেম্বর বিকেল সাড়ে চারটায় নাটোর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এবারের আসরে মোট আটটি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। শুরু থেকেই খেলোয়াড়রা চমৎকার পারফরম্যান্স দেখিয়ে দর্শকদের মুগ্ধ করছেন।
উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর নাটোর জেলা স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মিস আসমা শাহিন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান তরুণ প্রজন্মকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। তাঁর মতে, এ ধরনের প্রতিযোগিতা থেকে ভালো মানের খেলোয়াড় তৈরি হবে, যারা ভবিষ্যতে বিভাগীয় ও জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করবে এবং দেশের ক্রীড়াঙ্গনে নতুন সাফল্য বয়ে আনবে।
খেলাপ্রেমী দর্শকরা জানান, জেলা প্রশাসকের উদ্যোগে এমন টুর্নামেন্ট আয়োজন সত্যিই প্রশংসনীয়। তারা আশা প্রকাশ করেন, প্রতিবছর নিয়মিতভাবে এই আয়োজন অব্যাহত থাকবে এবং নাটোর জেলার ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে।