রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার অভিযানে চোরাই স্বর্ণ ও রূপার অলংকার উদ্ধারসহ ২ জনকে গ্রেপ্তার করেছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিরা হলো মো: সোহাগ আলী (২২) ও মাইমুনা আক্তার জেরিন (১৭)।সোহাগ রাজশাহী জেলার মোহনপুর থানার হরিরামপুর চাঁদপুরের চাঁন মোহাম্মদ মন্ডলের ছেলে এবং মাইমুনা রাজশাহী জেলার শাহমখদুম থানার ডাঙ্গীপাড়া এলাকার মো: নজরুল ইসলামের মেয়ে।
ঘটনা সূত্রে জানা যায়, গত ১৮ আগস্ট ২০২৫ খ্রি. তারিখে ভুক্তভোগী মো. রফিকুল ইসলাম (৩৮) তার ছেলেকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যান এবং ২১ আগস্ট নিজ বাড়িতে ফিরে এসে দেখেন আলমারিতে রাখা স্বর্ণ ও রূপার অলংকার নেই। অনেক খোঁজা-খুঁজির পরও না পেয়ে তিনি ধারণা করেন তার অলংকারাদী চুরি হয়েছে।
এদিকে ভূক্তভোগীর বাড়িতে প্রায় ৭-৮ মাস ধরে বসবাসরত ভাতিজি জেরিনের আচরণ সন্দেহজনক মনে হলে তিনি ১২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে শাহমখদুম থানা পুলিশকে অবহিত করেন। শাহমখদুম থানা পুলিশ জেরিনকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানতে পারে, বাড়ির সবাই ঘুমিয়ে গেলে জেরিন আসামি সোহাগ আলীর পরামর্শে ২১ আগস্ট সকাল ১০টায় স্বর্ণ ও রূপার অলংকার চুরি করে পবা থানাধীন নওহাটায় সোহাগের কাছে পৌঁছে দেয়। আসামি জেরিনের দেওয়া তথ্যের ভিত্তিতে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মাছুমা মুস্তারীর সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. আব্দুল্লাহেল বাকী ও তার টিম মোহনপুর থানা পুলিশের সহযোগিতায় হরিরামপুর চাঁদপুর গ্রামে অভিযান পরিচালনা করে আসামি সোহাগ আলীকে গ্রেপ্তার করে।
অভিযানকালে সোহাগের হেফাজত থেকে ১৪ ভরি ১ আনা ৪ রতি স্বর্ণের অলংকার (আনুমানিক মূল্য ২৩,৫৫,১৮৪ টাকা) এবং ২১ ভরি ৭ আনা রূপা (আনুমানিক মূল্য ৪৭,১৬২ টাকা) উদ্ধার করে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে শাহমখদুম থানায় চুরির মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।