০৬ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ০৩:৪২:৩৪ অপরাহ্ন
বিদেশি অপরাধীদের বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
  • আপডেট করা হয়েছে : ০৬-০৯-২০২৫
বিদেশি অপরাধীদের বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র বিদেশি অপরাধী গোষ্ঠীগুলোকে বোমা মেরে উড়িয়ে দেবে এবং এজন্য মিত্র দেশগুলোর সহযোগিতা নেওয়া হবে। ইকুয়েডর সফরে গিয়ে মার্কো রুবিও বলেন, এখন তারা আমাদের এই লোকদের খুঁজে বের করতে এবং উড়িয়ে দিতে সাহায্য করবে, যদি দরকার হয়।


রুবিও ঘোষণা দিয়েছেন, ইকুয়েডরের কুখ্যাত দুটি অপরাধী গোষ্ঠী লস লোবোস ও লস চোনেরোসকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে মনোনীত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এই মন্তব্য এসেছে এমন একসময় যখন মার্কিন সামরিক বাহিনী দক্ষিণ ক্যারিবীয় সাগরে একটি সন্দেহভাজন মাদক চোরাকারবারি নৌকায় হামলা চালিয়ে ১১ জনকে হত্যা করেছে। এদের পরিচয় প্রকাশ করা হয়নি। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, এই অভিযানের লক্ষ্য ছিল ভেনিজুয়েলার ট্রেন ডে আরাগুয়া গ্যাং।  


তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ রয়েছে। তবে বিশেষজ্ঞরা বলেছেন, এই হামলা আন্তর্জাতিক মানবাধিকার ও সামুদ্রিক আইন লঙ্ঘন করতে পারে। রুবিও জানান, ইকুয়েডরকে মাদকবিরোধী নিরাপত্তা সহায়তায় ১৩ দশমিক ৫ মিলিয়ন ডলার এবং ড্রোন প্রযুক্তিতে ৬ মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র। ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তিনি এসব গ্যাংয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন এবং দেশে আবারও বিদেশি সামরিক ঘাঁটি স্থাপনের জন্য সংবিধান সংশোধনের উদ্যোগ নিচ্ছেন। বিশ্বের প্রায় ৭০ শতাংশ কোকেন এখন ইকুয়েডরের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ায় পাচার হয়। —রয়টার্স


শেয়ার করুন