০১ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ১০:০০:৪৮ অপরাহ্ন
একাদশে ফিরেই বাংলাদেশকে দারুণ শুরু এনে দিলেন নাসুম
  • আপডেট করা হয়েছে : ০১-০৯-২০২৫
একাদশে ফিরেই বাংলাদেশকে দারুণ শুরু এনে দিলেন নাসুম

পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচেও ছিলেন নাসুম আহমেদ। কিন্তু ঘরের মাঠের ম্যাচটিতে ২ উইকেট নিয়েও নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে সুযোগ পাননি বাঁহাতি স্পিনার।


দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়ে শুরুতেই উদযাপনের মধ্যমণি হলেন নাসুম। ফেরার ম্যাচে নিজের প্রথম ওভার করতে এসেই যে জোড়া সাফল্য এনে দিলেন তিনি।


ইনিংসের তৃতীয় ওভারে টানা দুই বলে দুই উইকেট তুলে নিলেন তিনি।

ম্যাক্স ও’ডাউড (৮) আর তেজা নিদামানুরুকে (০) ফিরিয়ে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করলেও তাতে অবশ্য সফল হতে পারেননি নাসুম। তার জোড়া আঘাতে শুরুটাও ভালো পায় বাংলাদেশ। পরে উইকেট উদযাপনে যোগ দেন তাসকিন আহমেদও।


ষষ্ঠ ওভারে বিক্রমজিৎ সিংকে (২৪) আউট করেন তিনি। ফিরতি বলেই ক্যাচ দিয়েছিলেন শারিজ আহমেদও। কিন্তু ব্যাকওয়ার্ড পয়েন্টে মিস করেন তানজিম হাসান সাকিব।

এতে পাওয়ার প্লে শেষে নেদারল্যান্ডসের সংগ্রহ দাঁড়িয়েছে ৩ উইকেটে ৪০ রান।


ব্যাটিংয়ে আছেন শারিজ ও স্কট এডওয়ার্ডস। শারিজের ৩ রানের বিপরীতে সমান ৩ রান করেছেন অধিনায়ক এডওয়ার্ডস। অবশ্য দলীয় ১৪ রানে নয়, ৫ রানে উইকেট উদযাপন করতে পারত বাংলাদেশ। প্রথম ওভারে বিক্রমজিৎকে রান আউট করার সুযোগ মিস করেন বোলার শেখ মেহেদী। সতীর্থর বল না ধরেই উইকেট ভেঙ্গে দেন তিনি।


শেয়ার করুন