মাইলস্টোন কলেজে সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় যারা শাহাদাত বরণ করেছেন, তাঁদের আত্মার মাগফিরাত কামনায় গত ২২ জুলাই ২০২৫ ইং তারিখে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের মাঠ প্রাঙ্গণে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র ইনস্টিটিউটের সম্মানিত অধ্যক্ষ জনাব ওমর ফারুক। এসময় আরও উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা।
মাহফিলে বিমানে নিহতদের রুহের মাগফিরাত এবং তাদের পরিবার-পরিজনের জন্য ধৈর্য ও সহ্যশক্তি কামনা করা হয়। পুরো আয়োজনটি ছিল অত্যন্ত আবেগঘন এবং সম্মাননাপূর্ণ।