২৯ অগাস্ট ২০২৫, শুক্রবার, ০৪:০২:৩৪ পূর্বাহ্ন
রাজশাহীতে একমাত্র নারী ওসি মাছুমা মুস্তারী: আইনশৃঙ্খলা রক্ষায় সাফল্যের ছাপ
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ২৮-০৮-২০২৫
রাজশাহীতে একমাত্র নারী ওসি মাছুমা মুস্তারী: আইনশৃঙ্খলা রক্ষায় সাফল্যের ছাপ

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করছেন মাছুমা মুস্তারী। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নজরদারি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।  শাহ মখদুম থানার ওসি তদন্ত হিসাবে দায়িত্ব পালন করেন , তার পর তার কাজের সফলতা সরূপ ৩০/০১/২৫ তারিখে আরএমপিতে একমাত্র নারী  ওসি হিসাবে দায়িত্ব পান

 

ওসি মাছুমা মুস্তারী মাদক, সন্ত্রাস চাঁদাবাজি প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখছেন। নিয়মিত অভিযানের মাধ্যমে অপরাধ দমনে ইতোমধ্যে জনগণের আস্থা অর্জন করেছেন তিনি। স্থানীয়দের অভিযোগ শুনে দ্রুত ব্যবস্থা গ্রহণ, থানায় সেবার মানোন্নয়ন এবং জনগণের সাথে সুসম্পর্ক গড়ে তোলার মাধ্যমে তিনি আলোচনায় এসেছেন।

 

তার উদ্যোগেই দীর্ঘ একবছর পর গত আগস্ট রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) শাহমখদুম থানায় আবারও অনুষ্ঠিত হয়ওপেন হাউজ ডেওপেন হাউজ ডেতে  এলাকাবাসী সরাসরি পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়, অভিযোগ পরামর্শ জানাতে পারেন। এতে আইনশৃঙ্খলা, চুরিছিনতাই, মাদকসহ নানা বিষয়ে আলোচনা হয় এবং পুলিশজনগণের পারস্পরিক সম্পর্ক সহযোগিতা জোরদার হয়।

 

এছাড়াও তিনি তার যোগ্যতার প্রমাণ দিয়েছেন গত কোরবানীর সময়, উত্তর বঙ্গর সব বৃহত্ত পশুর হাটে সিটি হাটে কোন প্রকার বিশৃংখলাদেখা যায় নায়। তার যোরদার আইনশৃঙ্খলার তপড়তার কাড়নে।

 

নির্দিষ্ট অপরাধ মোকাবেলায়ও তিনি কার্যকর পদক্ষেপ নিয়েছেন। উদাহরণস্বরূপ, শাহমখদুম থানার হত্যা মামলা (মামলা নং০৪, ধারা৩০২/৩৪ পেনাল কোড) এর ২নং আসামী মোঃ শিপলু হোসেনকে ১৫ মার্চ ২০২৫ তারিখে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন ভাল্লুক গাছী গ্রাম থেকে গ্রেফতার করা হয়। এছাড়াও, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলার মামলায় মোট ২৪ জন আসামীকে গ্রেফতার করা হয়।

 

ওসি মাছুমা মুস্তারীর জানান, “জনগণের আস্থা অর্জন করাই আমার প্রধান লক্ষ্য। শাহমখদুম থানা এলাকা থেকে অপরাধ অপরাধীদের নির্মূল করতে আমি বদ্ধপরিকর। সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে পারাটাই পুলিশের সবচেয়ে বড় সফলতা।

 

জনগণও ওসি মাছুমা মুস্তারীর উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে। তাদের মতে, থানা এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ জননিরাপত্তা নিশ্চিতে তিনি একনিষ্ঠভাবে কাজ করছেন। ফলে সাধারণ মানুষ আরও নিরাপদ নিশ্চিন্তবোধ করছে।

শেয়ার করুন