রাজশাহীতে ন্যাশনাল ট্রাভেলসের ড্রাইভার, সুপার ভাইজার ও হেলপার রা ৯ দফা দাবিতে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি দিয়েছে।শনিবার ভোর ৫ টা থেকে এই কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা।এদিন রাজশাহী শিরোইল কাউন্টার থেকে ঢাকার উদ্দশ্যে কোন বাস ছেড়ে যায়নি। ফলে বিপাকে পড়েছে বাসে নিয়মিত যাতায়াত করা যাত্রীরা।
শনিবার সন্ধ্যায় কর্মচারীরা একত্রিত হয়ে তাদের দাবি পেশ করেন এবং স্লোগান দিতে থাকেন।তাদের দাবিগুলো হলো,
১. বেতন বৃদ্ধি করতে হবে, নন এসি রাজশাহী-ঢাকা 'গাইড ১১০০, ড্রাইভার ২০০০(চাপাই গেলে ২০০ বেশি কানসাট/রহনপুর ১০০ বেশি), হেল্পার ১০০০। চাঁপাই গেলে ১০০ বেশি। কানসাট/রহণপুর ১০০ টাকা বেশি।
২. যাওয়া আসায় এসি ১৫ যাত্রী হলে ১ টা ফুল হলে ২ টা। নন এসি ২০ ১ টা ৩০ হলে ২ টা ফুল হলে ৩ টা।
৩. নাইটের গাড়ি দুপুর ১২ টায় সকালের খোরাকি দিতে হবে। বিকাল ৪ টায় দুপুরের খোরাকি দিতে হবে। রাজশাহী নাইটের গাড়ি রাত ১১ টায় ছাড়লে রাতের খোরাকি দিতে হবে।
৪. খোরাকি ১০০ টাকা।
৫. মোবাইল বিল ৩০ টাকা।
৬. হোটেল বিল ২০০ টাকা। অতিরিক্ত গেষ্ট কোম্পানি থেকে পাঠালে তাদের খাবারের বিল কোম্পানি দিবে। ট্রায়াল ড্রাইভার এবং ট্রায়াল সুপারভাইজারদের বিল কোম্পানি দিবে।
৭. চেকার ব্যতিত কেউ চেক দিতে পারবে না। চেকার যেখানে খুশি চেক দিবে। জরিমানা যা ইচ্ছা করবেন।
৮. কোনো কাউন্টার মাস্টার গাড়ির স্টাফদের সাথে খারাপ ব্যবহার করতে পারবে না। যদি স্টাফদের সাথে খারাপ ব্যবহার করা হয় তাহলে সরাসরি পদক্ষেপ নিতে হবে।
০৯. যে কোনো ধরনের মামলা দা'ওভার শ্রীডের মামলার জরিমানা কোম্পানীকে বহণ করতে হবে।
এদিকে ন্যাশনাল ট্রাভেলসের রাজশাহী শিরোইল কাউন্টারের ম্যানেজার সাইদুর রহমান এ বিষয়ে কোন কথা বলতে রাজি হয়নি।