১৪ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ০৯:৪৫:৫২ অপরাহ্ন
জিততে ২২৮ রান করতে হবে বাংলাদেশকে
  • আপডেট করা হয়েছে : ১৪-০৮-২০২৫
জিততে ২২৮ রান করতে হবে বাংলাদেশকে

টপ অ্যান্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট জয়ে শুরু করতে হলে বিশাল লক্ষ্য পেরিয়ে যেতে হবে বাংলাদেশ ‘এ’ দলকে। কেননা টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অধিনায়ক নুরুল হাসান সোহানের দলকে ২২৮ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান ‘এ’।


ডারউইনে টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পায় পাকিস্তান। এক শর ওপরে জুটি গড়েন দুই ওপেনার খাজা নাফি-ইয়াসির খান।


রান আউটের কাঁটায় যখন উইকেটরক্ষক নাফি ফেরেন ততক্ষণে দলের স্কোর দাঁড়ায় ১১১। ড্রেসিংরুমে ফেরার আগে তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরিও। ১৯৬.৭৭ স্ট্রাইকরেটে ৮ চার ও ২ ছক্কায় করেন ৬১ রান।

নাফির ওপেনিং সঙ্গী ইয়াসিরও ফিফটি পেয়েছেন।


৭ চার ও ২ ছক্কায় ৪০ বলে ৬২ রান করেন ইয়াসির। দুই ওপেনারের দেখানো পথে ফিফটি করেছেন তিনে নামা আব্দুল সামাদও। তার পঞ্চাশোর্ধ্ব ইনিংসটি আবার আরো বিধ্বংসী। ২৭ বলে যে অপরাজিত ৫৬ রানের ইনিংস খেলেছেন তিনি।

৫ ছক্কার বিপরীতে চার মেরেছেন একটি। তাতে বড় সংগ্রহের ভিত পায় পাকিস্তান।

পাকিস্তানের ৪ উইকেটে ২২৭ রানের সংগ্রহে অবদান রেখেছেন মোহাম্মদ ফাইক ও ইরফান খানও। ইনিংস দুটি ছোট্ট হলেও ফিনিশিংটা দারুণ করেছেন তারা। ফাইকের ১৮ রানের বিপরীতে ২৫ রান করেছেন অধিনায়ক ইরফান।


বাংলাদেশের হয়ে একটি করে উইকেট পেপেয়েছেন রাকিবুল হাসান, হাসান মাহমুদ ও মাহফুজুর রহমান রাব্বি।


শেয়ার করুন