০৯ অগাস্ট ২০২৫, শনিবার, ১০:৩০:১১ অপরাহ্ন
দীর্ঘ একবছর পর শাহমখদুম থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
মো: তুহিন আলী :
  • আপডেট করা হয়েছে : ০৯-০৮-২০২৫
দীর্ঘ একবছর পর শাহমখদুম থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

দীর্ঘ একবছর পর রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) শাহমখদুম থানায় আবারও অনুষ্ঠিত হলোওপেন হাউজ ডে শনিবার ( আগস্ট) সকাল ১১টায় থানা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ মাছুমা মুস্তারী।

 

প্রধান অতিথি ছিলেন উপ-পুলিশ কমিশনার মীর মোঃ শাফিন মাহমুদ এবং বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ কমিশনার এসএম ফারুক হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সেকেন্ড অফিসার এসআই (নিঃ) মোঃ আব্দুল্লাহেল বাকী। এসময় প্রায় ৬০ জন স্থানীয় নাগরিক উপস্থিত ছিলেন।

 

প্রতি মাসে একদিন অনুষ্ঠিত হওয়া এই উদ্যোগে এলাকাবাসী সরাসরি পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়, অভিযোগ পরামর্শ জানাতে পারেন। এতে আইনশৃঙ্খলা, চুরি-ছিনতাই, মাদকসহ নানা বিষয়ে আলোচনা হয় এবং পুলিশ-জনগণের পারস্পরিক সম্পর্ক সহযোগিতা জোরদার হয়।

শেয়ার করুন