০৮ অগাস্ট ২০২৫, শুক্রবার, ০৫:০৩:৪৮ অপরাহ্ন
জুলাই শহীদদের অনুদান নিয়ে পরিবারের মধ্যে দ্বন্দ্ব, তৈরি হচ্ছে বিধিমালা
  • আপডেট করা হয়েছে : ০৭-০৮-২০২৫
জুলাই শহীদদের অনুদান নিয়ে পরিবারের মধ্যে দ্বন্দ্ব, তৈরি হচ্ছে বিধিমালা

জুলাই শহীদদের অনুদান ও ভাতা নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে দ্বন্দ্ব মেটাতে বিধিমালা হচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এ বিধিমালাটি চূড়ান্ত করবে। 


বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেসসচিব মোহাম্মদ শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।


তিনি বলেন, ‘জুলাই শহীদদের পরিবারের মধ্যে একটা দ্বন্দ্ব দেখছি। শহীদদের জন্য যে সম্মানী দেওয়া হচ্ছে সেটা নিয়ে। কে টাকাটা পাবেন, সেটা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে।’


শফিকুল আলম বলেন, ‘এ জন্য একটি বিধি করে দেওয়া হবে।


কে কতটুকু অংশ পাবে, সেটা বিধিতে উল্লেখ করা হবে। এক সপ্তাহের মধ্যে জানতে পারবেন। যদি স্ত্রী থেকে থাকেন সে কী রকম পাবেন, মা-বাবা কতটুকু পাবেন বা ছেলে-মেয়ে—এ বিষয়গুলো নির্ধারণ করার জন্য বিধি হচ্ছে। এ বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় আপনাদের জানাবে।


শেয়ার করুন