২৭ জুলাই ২০২৫, রবিবার, ০৮:৩০:৪০ অপরাহ্ন
এবার ৩ ভেন্যুতে হবে এনসিএল টি-টোয়েন্টি
  • আপডেট করা হয়েছে : ২৭-০৭-২০২৫
এবার ৩ ভেন্যুতে হবে এনসিএল টি-টোয়েন্টি

গত বছর প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট। সিলেটের মাটিতে অনুষ্ঠিত হওয়া সেই টুর্নামেন্টে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছিল। গত আসর সফলভাবেই টুর্নামেন্টটি আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


সবকিছু ঠিক থাকলে চলতি বছরের সেপ্টেম্বরে মাঠে গড়াবে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের দ্বিতীয় আসর। এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির চিফ কো অর্ডিনেটর অব প্রোগ্রাম মিনহাজুল আবেদিন নান্নু।


রোববার (২৭ জুলাই) এনসিএল প্রসঙ্গে গণমাধ্যমকে নান্নু বলেন, 'গতবার খুব অল্প সময়ের মধ্যে করা হয়েছিল। এবার তিনটা ভেন্যু পছন্দ করা হয়েছে। গ্রাউন্ডস কমিটির কাছে টুর্নামেন্ট কমিটি ৩টা ভেন্যু চেয়েছে। সে হিসেবে টুর্নামেন্ট কমিটি এগোচ্ছে। এটা নিশ্চিত তিনটি ভেন্যুতেই হবে টুর্নামেন্ট।'


এখনো আনুষ্ঠানিক সূচি প্রকাশ না করলেও ধারণা করা হচ্ছে, ১৫ সেপ্টেম্বর শুরু হতে পারে টুর্নামেন্টটি। আর ফাইনাল হবে ৪ অক্টোবর। এ প্রসঙ্গে নান্নু বলেন, ‘সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে এনসিএল টি-টোয়েন্টি শুরু হবে।’


গত বছরের মতো এবারের আসরেও ৮টি বিভাগ থেকে ৮টি দল খেলবে। গেল বছরই এনসিএল টি-টোয়েন্টি আইসিসি থেকে প্রথম শ্রেণির ক্রিকেট হিসেবেও স্বীকৃতি পায়। বিপিএলের আগে এই টুর্নামেন্ট ক্রিকেটারদের জন্য নিজেকে যাচাই করার ভালো সুযোগ।


শেয়ার করুন