২৩ জুলাই ২০২৫, বুধবার, ০৭:৩৪:২৭ অপরাহ্ন
ইরানের সঙ্গে লড়াই এখনও শেষ নয়: ইসরায়েলি সেনাপ্রধান
  • আপডেট করা হয়েছে : ২৩-০৭-২০২৫
ইরানের সঙ্গে লড়াই এখনও শেষ নয়: ইসরায়েলি সেনাপ্রধান

ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির ঘোষণা দিয়েছেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ এখনও শেষ হয়নি। মঙ্গলবার (২২ জুলাই) এক সামরিক মূল্যায়ন বৈঠকে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বৈঠকের পর ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়। খবর আনাদোলুর।


জামির বলেন, 'ইরান ও তাদের মিত্রদের এখনও ইসরায়েলের জন্য হুমকি হিসেবে বিবেচনা করা হচ্ছে। আমাদের অভিযান চলছে এবং তা শেষ হয়নি।'


তিনি আরও জানান, সেনাবাহিনীকে তিনি নির্দেশ দিয়েছেন যাতে তারা 'বৃহৎ ও বিস্তৃত পরিসরে সামরিক অভিযানের জন্য প্রস্তুত থাকে।'


সেনাপ্রধান গাজা উপত্যকায় চলমান যুদ্ধ নিয়েও মত দেন। তিনি একে ইসরায়েলি সেনাবাহিনীর ইতিহাসে অন্যতম জটিল ও কঠিন যুদ্ধ হিসেবে অভিহিত করেন। জামির বলেন, 'এই যুদ্ধে আমাদের বড় মূল্য দিতে হচ্ছে। তবু আমাদের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আমরা থামবো না।'


আনাদোলুর খবরে আরও বলা হয়েছে, ইসরায়েলের বর্তমান কৌশলে ইরান ও তার আঞ্চলিক মিত্রদের প্রতিরোধ করাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। ইরানের সঙ্গে উত্তেজনা এবং গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলের সামরিক প্রস্তুতি আরও জোরদার করা হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।


শেয়ার করুন