১৫ জুলাই ২০২৫, মঙ্গলবার, ০৮:০১:০৪ অপরাহ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন দুই দিবস ঘোষণা
  • আপডেট করা হয়েছে : ১৫-০৭-২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন দুই দিবস ঘোষণা

জুলাই অভ্যুত্থানে নারী শিক্ষার্থীদের সাহসী ভূমিকার স্বীকৃতি ও সন্ত্রাসবিরোধী প্রতিরোধ আন্দোলনের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুটি বিশেষ দিবস ঘোষণা করেছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। 


মঙ্গলবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে রাজু ভাস্কর্যে ‘জুলাই উইমেন্স ডে’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপাচার্য এ ঘোষণা দেন।


উপাচার্য বলেন, প্রতিবছর ১৪ জুলাই ‘নারী শিক্ষার্থী দিবস’ এবং ১৭ জুলাই ‘সন্ত্রাস প্রতিরোধ দিবস’ হিসেবে পালন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই দুই দিন বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা হবে। নারীরা সেদিন যে সাহসিকতা দেখিয়েছেন, এ ঘোষণা তারই প্রাতিষ্ঠানিক স্বীকৃতি।

এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারসহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় জুলাই অভ্যুত্থানকেন্দ্রিক নানা ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। 

এ উপলক্ষে রাজু ভাস্কর্য, টিএসসি ও শামসুন্নাহার হলের সামনে শিক্ষার্থীদের উপভোগের জন্য বড় পর্দায় অডিও-ভিজ্যুয়াল ডিসপ্লে স্থাপন করা হয় এবং সর্বস্তরের নিরাপত্তা নিশ্চিত করে ক্যাম্পাসজুড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো আয়োজন করা হয়।



শেয়ার করুন