১২ জুলাই ২০২৫, শনিবার, ১২:৩৮:৫৭ পূর্বাহ্ন
একদিনে ১৯০ নমুনা পরীক্ষায় ৩ জনের করোনা পজিটিভ
  • আপডেট করা হয়েছে : ১১-০৭-২০২৫
একদিনে ১৯০ নমুনা পরীক্ষায় ৩ জনের করোনা পজিটিভ

দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হন তিনজন। তবে এ সময়ে কারো মৃত্যু হয়নি।


শুক্রবার (১১ জুলাই) স্বাস্থ্য অধিপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৯০ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়। শনাক্তের হার ১ দশমিক ৫৮ শতাংশ।


নতুন করে ৩ জনের দেহে করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ২২০ জনে। আর নতুন করে মৃত্যু না হওয়ায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৫২৪ জনে অপরিবর্তিত রয়েছে।


স্বাস্থ্য অধিপ্তরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।


শেয়ার করুন