০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ০১:৫২:৪১ অপরাহ্ন
হরিপুর হাসপাতালে দুদকের অভিযান, অনিয়মে ভরা স্বাস্থ্যসেবা
(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ মোঃ রাজাবুল হক রেজাউল
  • আপডেট করা হয়েছে : ০২-০৭-২০২৫
হরিপুর হাসপাতালে দুদকের অভিযান, অনিয়মে ভরা স্বাস্থ্যসেবা

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির চিত্র উঠে এসেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক অভিযানে। ১ জুলাই ২০২৫ তারিখ দুপুর ৩টায় ঢাকার এনফোর্সমেন্ট ইউনিটের নির্দেশে এবং ঠাকুরগাঁও দুদকের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।


অভিযান শেষে সাংবাদিকদের দেওয়া এক বিবৃতিতে দুদক কর্মকর্তারা জানান, স্বাস্থ্যসেবার বিভিন্ন দিকেই চরম অব্যবস্থাপনা ও অনিয়ম তাদের চোখে পড়েছে। রোগীদের জন্য বরাদ্দকৃত খাবারে সবচেয়ে বড় অনিয়মটি ধরা পড়ে। যেখানে একজন রোগীকে ১০৯ গ্রাম ব্রয়লার মুরগির মাংস সরবরাহ করার নিয়ম রয়েছে, সেখানে সরবরাহ করা হচ্ছে মাত্র ২২ গ্রাম। এছাড়া চিকন চাল দেওয়ার নিয়ম থাকলেও ব্যবহার করা হচ্ছে নিম্নমানের মোটা স্বর্ণা চাল। এই অনিয়মের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করার প্রস্তাব দিয়ে তদন্ত প্রতিবেদন চাওয়া হয়েছে।


খাবারের পাশাপাশি ওষুধ সরবরাহেও রয়েছে গাফিলতি। দুদকের পাঠানো ছদ্মবেশী রোগীকে চিকিৎসক প্যারাসিটামল ও ফেক্সো সেবনের পরামর্শ দেন। কিন্তু রোগীর অনুরোধ সত্ত্বেও তাকে হাসপাতালের ওষুধ না দিয়ে বাইরে থেকে কিনে নেওয়ার কথা বলেন চিকিৎসক। অথচ তখন এসব ওষুধ হাসপাতালের মজুদে পর্যাপ্ত ছিল।


অভিযান চলাকালে রোগীদের কাছ থেকে নার্সদের অসদাচরণের একাধিক অভিযোগ পান দুদক কর্মকর্তারা। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে তারা জানান, ইতিমধ্যে এমন আচরণের কারণে তিনজন নার্সের বেতন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং ভবিষ্যতে আবার কেউ এমন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


এছাড়া দেখা যায়, হাসপাতালে সরবরাহকৃত অনেক চিকিৎসা যন্ত্রপাতি দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে। দুদক হাসপাতাল কর্তৃপক্ষকে এসব যন্ত্রপাতি দ্রুত মেরামত করে সচল করার নির্দেশ দিয়েছে।


হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের এই অভিযান স্বাস্থ্যখাতের দুরবস্থার একটি বাস্তব চিত্র তুলে ধরেছে। স্থানীয়দের মধ্যে এ অভিযান নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। জনসেবামূলক এই প্রতিষ্ঠানে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তাগিদ দিয়েছেন দুদক কর্মকর্তারা।










শেয়ার করুন