রাজশাহীর তানোরে জমিতে কাজ করার সময় রাসেল ভাইপার সাপের কামড়ে ইসমাইল হোসেন (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২ জুলাই) দুপুরে উপজেলার বাধাইড় ইউনিয়নের শিবরামপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
নিহত ইসমাইল শিবরামপুর গ্রামের মৃত আলমের পুত্র এবং দুই সন্তানের জনক। সকালে তিনি নিজের জমিতে কাজ করতে গিয়ে ফেরার পথে আইলে হেঁটে আসার সময় ঘাসের আড়ালে থাকা রাসেল ভাইপার সাপ তার পায়ে ছোবল মারে। কামড়ের পর দ্রুত বাড়িতে এসে পরিবারের সদস্যদের জানালে তারা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে বিষক্রিয়ার মাত্রা বেশি থাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, এর আগেও এলাকায় বিষধর সাপের উপস্থিতি দেখা গেছে। তারা দ্রুত সাপ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ ও জনসচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, রাসেল ভাইপার দক্ষিণ এশিয়ার অন্যতম ভয়ংকর বিষধর সাপ, যার কামড়ে দ্রুত চিকিৎসা না পেলে প্রাণহানি ঘটে।