রাজশাহী রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আসন্ন ঈদুল আজহাকে ঘিরে টিকিট কালোবাজারি বা যাত্রী হয়রানির কোনো ঘটনা না ঘটে সে লক্ষ্যেই এই অভিযান পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তারা।
বুধবার (২৮ মে) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দুদকের রাজশাহী জেলা সহকারী পরিচালক আমির হোসাইনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
রাজশাহী রেলস্টেশনে যাত্রীদের সেবাপ্রদানে হয়রানি, টিকিট কালোবাজারিসহ নানাবিধ অনিয়ম দুর্নীতির অভিযোগে সতর্কতামূলক অভিযান চালিয়েছে দুদক।
এ সময় স্টেশনের সকল বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ডেকে সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে সতর্ক করেন দুদকের কর্মকর্তারা। আসন্ন ঈদকে সামনে রেখে টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানির বিষয়ে সতর্ক করা হয় সংশ্লিষ্টদের। কোনো অভিযোগ পাওয়া গেলে পরবর্তীতে আইনি ব্যবস্থাও নেওয়া হবে বলে জানায় দুদকে বিভাগীয় কার্যালয়।
অভিযানে উপস্থিত ছিলেন দুদকের রাজশাহী জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক শারমিন আক্তার, মাহাবুবুর রহমান ও তানভীর আহমেদ সিদ্দিক।
এ ছাড়া নিরাপত্তা ও পরিচ্ছন্নতার সাথে সংশ্লিষ্টদের সাথেও কথা বলেন তারা। দুদকের কাছে টিকিট কালোবাজারিসহ বিভিন্ন অভিযোগ জমা রয়েছে এবং সেগুলোর বিষয়ে তদন্ত চলছে বলে জানান দুদক কর্মকর্তারা। আসন্ন ঈদকে সামনে রেখে টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানির বিষয়ে সতর্ক করা হয়।
সূত্রঃ কালের কণ্ঠ