১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১১:৪৯:৩৫ অপরাহ্ন
গাজীপুর সিটিতে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা
  • আপডেট করা হয়েছে : ১৭-০৪-২০২৩
গাজীপুর সিটিতে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন মহানগর জাতীয় পার্টির সভাপতি ও সাবেক সচিব এম এম নিয়াজউদ্দিন।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।

তিনি সোমবার যুগান্তরকে জানান, আজ গাজীপুর সিটি নির্বাচনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের নিয়াজউদ্দিনকে মেয়র পদে মনোনয়ন দিয়েছেন।

এদিকে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান।

তফসিল অনুযায়ী গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ২৭ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করা যাবে। মনোনয়নপত্র বাছাই ৩০ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৮ মে। ৯ মে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ২৫ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন