২২ মে ২০২৫, বৃহস্পতিবার, ১২:২৫:৪৪ পূর্বাহ্ন
‘ফাইনালে’ চোখ রাঙাচ্ছে আমিরাতের কাছে সিরিজ হারের শঙ্কা
  • আপডেট করা হয়েছে : ২১-০৫-২০২৫
‘ফাইনালে’ চোখ রাঙাচ্ছে আমিরাতের কাছে সিরিজ হারের শঙ্কা

সিরিজে ম্যাচ বেড়ে যাচ্ছে, দ্বিতীয় টি-টোয়েন্টির আগেই জেনে গিয়েছিল বাংলাদেশ আর সংযুক্ত আরব আমিরাত। সেই ম্যাচটাই যে অঘোষিত ফাইনালে রূপ নেবে এভাবে, কে জানতো? দ্বিতীয় ম্যাচটায় ২০৫ রান করেও আমিরাতের কাছে হেরেছে বাংলাদেশ। 


আর সে কারণেই আজ বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিটা বনে গেছে অঘোষিত ফাইনাল। ১-১ সমতায় থেকে তৃতীয় ম্যাচে যখন মাঠে নামবে দুই দল, তখন আমিরাতের সামনে থাকবে ইতিহাসের অনুপ্রেরণা, ওদিকে বাংলাদেশের মনে ভর করতে পারে সিরিজ হারের শঙ্কা। 



ব্যাটিং বাংলাদেশের সমস্যার জায়গা ছিল অনেক দিন ধরে। তবে শারজায় প্রতিপক্ষের বোলিংয়ে অনভিজ্ঞতাই হোক কিংবা নিখাদ ব্যাটিং উইকেটের কারণে, ব্যাটিংটা আপাতত সমস্যার তালিকায় প্রথম অবস্থানে নেই। 


বাংলাদেশের প্রধান মাথাব্যথার কারণ এখন বোলিং। অভিজ্ঞ তাসকিন আহমেদ চোটের কারণে এ সিরিজে নেই, প্রথম ম্যাচে মোস্তাফিজুর রহমান খেলেছিলেন বটে, কিন্তু তিনিও এখন আছেন আইপিএলে। অন্যদের সামনে এখন সুযোগ অভিজ্ঞদের অনুপস্থিতিতে নিজেদের মুনশিয়ানা জাহির করার। কিন্তু তারা তা পারছেন কই? অন্তত দ্বিতীয় ম্যাচে সেটা সম্ভব হয়নি।



এখন তৃতীয় টি-টোয়েন্টির সামনে দাঁড়িয়ে সে বিষয়টাই ভাবাচ্ছে দলকে। যদি এই ম্যাচেও না হয় তবে? তাহলে তো আমিরাতের সঙ্গে সিরিজ হারের গ্লানিই সঙ্গী হবে দলের!


ভাবনার জায়গা আরও আছে। ফিল্ডিংও দলকে ভোগাচ্ছে। বাংলাদেশ দ্বিতীয় ম্যাচেও একাধিক সহজ ক্যাচ ছেড়েছে খেলার গুরুত্বপূর্ণ মুহূর্তে, এরপর রান আউটও মিস করেছে কমপক্ষে তিনটি। 



ব্যাটিংয়ে ১৯১ আর ২০৫ রান উঠেছে সিরিজের প্রথম দুই ম্যাচে। তাই বলে ব্যাটিং সমস্যার তালিকা থেকে বাদ পড়ে যাচ্ছে, বিষয়টা এমনও নয়। দুই ম্যাচেই ভালো শুরুর পর মাঝের ওভারে রানের গতি গেছে কমে, প্রথম ম্যাচে তো শেষটাও ভালো করতে পারেনি দলের ব্যাটিং লাইন আপ। তৃতীয় ম্যাচে তাই এ নিয়েও খানিকটা ভাবনার জায়গা আছে বৈকি।


চাপের মুহূর্তে বাংলাদেশের ভেঙে পড়াটা আরও এক ভাবনার বিষয়। বিষয়টা শুধু বর্তমান দলেরই সমস্যা, তা নয়। ঐতিহাসিকভাবেই বাংলাদেশ চাপকে জয় করতে পারেনি। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ যখনই সিরিজ নির্ধারণী ম্যাচে রূপ নিয়েছে, অন্তত শেষ তিন বছরে এমন পরিস্থিতিতে জিততে পারেনি বাংলাদেশ। সবশেষ এমন পরিস্থিতি থেকে জয়ের নজির বাংলাদেশ দেখেছে ২০২১ সালে, জিম্বাবুয়ের বিপক্ষে। এর আগে অঘোষিত ফাইনাল জয়ের কীর্তি আছে ২০১৮ সালের আগস্টে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। 


শেয়ার করুন