১৮ মে ২০২৪, শনিবার, ১০:০১:৪৯ পূর্বাহ্ন
ধান কাটতে গিয়ে হিট স্ট্রোকে শ্রমিকের মৃত্যু
  • আপডেট করা হয়েছে : ০৪-০৫-২০২৪
ধান কাটতে গিয়ে হিট স্ট্রোকে শ্রমিকের মৃত্যু

ধান কাটতে গিয়ে তীব্র তাপদাহে হিট স্ট্রোকে আশিক ইসলাম (২৪) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ মে) বিকাল সাড়ে ৫টার দিকে নাটোরের সিংড়া উপজেলার খরখরি গ্রামের একটি ধান খেতে এ ঘটনা ঘটে। আশিক ইসলাম রাজশাহীর বাঘা উপজেলার বলরামপুর গ্রামের আশরাফ আলীর ছেলে।


জানা গেছে, শুক্রবার সকালে কয়েকজন শ্রমিক এক সাথে বাড়ি থেকে ধান কাটতে সিংড়া উপজেলার খবখরি গ্রামে যায়। বিকালে তারা মাঠে ধান কাটতে শুরু করে। ধান কাটা শেষে মাথায় করে মালিকের বাড়িতে নিচ্ছিলেন। আশিক ইসলাম তীব্র তাপদাহে ‘হিট স্ট্রোক’ করে মাটিতে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয়।


শনিবার (৪ মে) সকাল ৯টায় নিজ গ্রামে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।


এ বিষয়ে আশিক ইসলামের পিতা আশরাফ আলী বলেন, ধান কেটে বাড়ি আসলে তার বিয়ে দিব। কনে দেখা হয়েছে। উভয় পরিবার বসে দিন ঠিক করে বিয়ে সম্পূর্ণ করা হবে। কিন্তু ছেলের ভ্যাগে আর বিয়ে হলো না।


এ বিষয়ে পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেরাজুল ইসলাম বলেন, তীব্র তাপদাহে হিট স্ট্রোকে আশিক ইসলামের মৃত্যু হয়েছে। তাকে সকালে দাফন করা হয়েছে।


শেয়ার করুন