১৩ মে ২০২৫, মঙ্গলবার, ০৪:২২:৫৬ পূর্বাহ্ন
যুদ্ধবিরতি ঘোষণার পর ট্রোলের শিকার ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি
  • আপডেট করা হয়েছে : ১২-০৫-২০২৫
যুদ্ধবিরতি ঘোষণার পর ট্রোলের শিকার ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি

ভারত-পাকিস্তান সাম্প্রতিক যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবল সমালোচনার শিকার হয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ও তার পরিবার। ১০ মে, ভারত সরকার বিক্রম মিশ্রির নেতৃত্বে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণার পর তিনি ও তার পরিবার ব্যাপক ট্রোলিং ও আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হন। এক পর্যায়ে পররাষ্ট্র সচিব মিশ্র নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এক্স (পূর্বে টুইটার) ব্যক্তিগত করে দিতে বাধ্য হন।


বিক্রম মিশ্রির এমন পরিস্থিতিতে তার সমর্থনে সরব হয়েছে আইএএস অ্যাসোসিয়েশন ও সিনিয়র আমলারা। আইএএস অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানায়, পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ও তার পরিবারের সঙ্গে আমরা সংহতি প্রকাশ করছি। জনসেবায় নিয়োজিত একজন সৎ কর্মকর্তা এবং তার পরিবারকে যেভাবে অনলাইন আক্রমণের শিকার করা হয়েছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও নিন্দনীয়।


কেন্দ্রীয় প্রশাসনিক সংস্কার ও জনঅভিযোগ সচিব ভি শ্রীনিবাস বলেন, বিক্রম মিশ্রি ভারতের অন্যতম শ্রেষ্ঠ কূটনীতিক। পেশাদারিত্ব, নিষ্ঠা ও জাতির প্রতি অঙ্গীকারের ক্ষেত্রে তিনি অনন্য উদাহরণ।


অবসরপ্রাপ্ত পররাষ্ট্রসচিব নিরুপমা মেনন রাও বলেন, যুদ্ধবিরতির মতো কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য মিশ্রি ও তার পরিবারের সদস্যদের ব্যক্তিগতভাবে আক্রমণ করা লজ্জাজনক। একজন পেশাদার কূটনীতিক হিসেবে তিনি ভারতের সেবা করেছেন নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে। তার মেয়েকে কটাক্ষ করা শালীনতার সকল সীমা লঙ্ঘন করে। এই ঘৃণার সংস্কৃতি বন্ধ হওয়া জরুরি। অন্য এক অবসরপ্রাপ্ত কূটনীতিক নবদীপ সুরি বলেন, বিক্রম মিশ্রি সবসময় পেশাদারিত্ব ও স্থিরতার প্রতীক ছিলেন। তাকে ও তার পরিবারকে এইভাবে লক্ষ্য করা অমানবিক ও হতাশাজনক।


উল্লেখ্য, ২২ এপ্রিল পহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে ভারত ৭ মে থেকে ‘অপারেশন সিন্দুর’নামক সামরিক অভিযান শুরু করে, যেখানে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীর লক্ষ্য করে হামলা চালানো হয়। এই অভিযানের প্রেস ব্রিফিং ও কূটনৈতিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। 


এর ফলস্বরূপ, ১০ মে ভারত ও পাকিস্তান দুই দেশের মধ্যে একটি যুদ্ধবিরতির ঘোষণা আসে। তবে এই শান্তিপূর্ণ উদ্যোগকেও বিকৃতভাবে ব্যাখ্যা করে একটি অংশ মিশ্রিকে অনলাইন ট্রোলের নিশানায় নিয়ে আসে। 


শেয়ার করুন