০৯ মে ২০২৫, শুক্রবার, ০৩:০৮:৩৮ পূর্বাহ্ন
১৭ দিন পর রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটের তালা খুললো শিক্ষার্থীরা
  • আপডেট করা হয়েছে : ০৮-০৫-২০২৫
১৭ দিন পর রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটের তালা খুললো শিক্ষার্থীরা

রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটের প্রশাসনিক ও সকল একাডেমিক ভবনের তালা খুলে দিয়েছেন শিক্ষার্থীরা। ফলে একটানা ১৭ দিন পর ইন্সটিটিউটের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) সকালে তালা খুলে দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।


গত ২১ এপ্রিল ছয় দফা দাবিতে রাজশাহী পলিটেকনিকে শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে দেন। শুধু এই প্রতিষ্ঠান নয়, একইদিন রাজশাহী বিভাগের বেশিরভাগ পলিটেকনিকে তালা দেন শিক্ষার্থীরা। কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে বৃহস্পতিবার সব প্রতিষ্ঠানের তালা খুলে দেওয়া হয়েছে বলে জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা।


বুধবার রাতে ঘোষিত কারিগরি ছাত্র আন্দোলনের রাজশাহী বিভাগীয় কমিটির নোটিশে বলা হয়, ‘বুধবার ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) উদ্যোগে ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট প্রাঙ্গণে বৈঠক হয়। বৈঠকে সব প্রতিনিধি উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশে’র চলমান ‘শাটডাউন’ কর্মসূচির বিষয়ে সম্মিলিতভাবে মতপ্রকাশ করেন এবং শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার জন্য অনুরোধ জানান। শিক্ষকদের অনুরোধ এবং কারিগরি শিক্ষার স্বার্থে আন্তরিক উদ্যোগের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘শাট-ডাউন’ কর্মসূচি তাঁরা সাময়িকভাবে শিথিল করার ঘোষণা দিচ্ছেন। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার থেকে রাজশাহী বিভাগের সব পলিটেকনিক ইন্সটিটিউটের কর্মসূচি শিথিল করা হবে।


এ বিষয়ে রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী মো. সালমান আহম্মেদ বলেন, ছয় দফা দাবিতে তারা তালা দিয়েছিলেন। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তালা খুলে দেওয়া হয়েছে। তবে ক্লাস চললেও পরীক্ষা আপাতত বন্ধ থাকবে।


রাজশাহী পলিটেকনিকের অধ্যক্ষ মো. আবু হানিফ বলেন, শিক্ষার্থীরা আন্দোলন শিথিল করায় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। আন্দোলন ও তালার কারণে তাদের অনেক প্রশাসনিক কাজ জমেছে। অনেকের বেতন আটকে আছে। সেগুলো ঠিক করা হবে। সব শিক্ষার্থী ক্লাসে ফিরবেন বলে আশাকরি।


পবিত্র ঈদ-উল ফিতরের আগে থেকে শিক্ষার্থীরা দাবি পূরণে আন্দোলন করছেন। গত ১৫ ও ১৬ এপ্রিল শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ অবরোধ করেন। এরপর বিক্ষোভ-সমাবেশ এবং ২১ এপ্রিল প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।


শিক্ষার্থীদের ছয় দফায় রয়েছে- জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল। এছাড়া জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল, ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরীচ্যুত, ২০২১ সালের ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং বিতর্কিত নিয়োগবিধি সংশোধন।


শেয়ার করুন