০৮ মে ২০২৫, বৃহস্পতিবার, ১০:১৮:১৬ পূর্বাহ্ন
একনেকে ৩৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
  • আপডেট করা হয়েছে : ০৭-০৫-২০২৫
একনেকে ৩৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

গুলশান, বনানী ও বারিধারা লেক উন্নয়নসহ ৯ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। 


এগুলো বাস্তবায়নে ব্যয় হবে ৩ হাজার ৭৫৬ কোটি ২০ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিলের ২ হাজার ৭৯৮ কোটি ১৯ লাখ, বৈদেশিক সহায়তা থেকে ৮১২ কোটি ৯৫ লাখ এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৪৫ কোটি ৬ লাখ টাকা ব্যয় করা হবে। 


বুধবার রাজধানীর শেরবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে ব্রিফ করেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ।


অনুমোদিত প্রকল্পগুলো হলো- সরকারি কর্মকমিশনের সাতটি আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠাসহ সক্ষমতা বৃদ্ধিকরণ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন এবং শিশু ও নারীদের ক্ষতিকর আচরণ থেকে সুরক্ষা প্রকল্প। আরও আছে- নারায়ণগঞ্জের খানপুরে অভ্যন্তরীণ কন্টেইনার এবং বার্ক টার্মিনাল নির্মাণ, ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট এন হ্যান্সমেন্ট প্রজেক্ট, বাংলাদেশ সাসেটইনেবল রিকভারি, ইমাজেন্সি প্রিপার্ডনেস অ্যান্ড রেসপন্স প্রজেক্ট এবং খুলনা- সাতক্ষীরা ও বাগেরহাট জেলার সেচ ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প। 


পরিকল্পনা উপদেষ্টা বলেন, গুলশান, বনানী ও বারিধারা লেক উন্নয়ন করে হাতির ঝিলের মতো করা হবে। যদিও হাতির ঝিল যে উদ্দেশ্যে করা হয়েছিল সেটি পুরোপুরি পূরণ হয়নি। কিন্তু নতুন প্রকল্পে সেসব বিষয় মাথায় রাখা হবে। প্রকল্প পাশ করা মানে প্রকল্পের ছাড়পত্র নয়। প্রকল্প চলমান অবস্থায়ও আমরা পুনর্মূল্যায়ন করতে পারি।


রাজনৈতিক প্রভাবে প্রকল্প ঠিকমতো হয় না। প্রকল্পে দুনীতি বন্ধে প্রকল্প তৈরি থেকে বাস্তবায়নের শেষ পর্যন্ত নজরদারি রাখতেই হবে। এটা যদিও মন্ত্রণালয়ের দায়িত্ব, পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডিকেও শক্তিশালী করা হচ্ছে। গতানুগতিক রিপোর্ট নয়, কার্যকর পরিদর্শন ও মূল্যায়ন করা হবে।


শেয়ার করুন