ভারতের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে আটজন নিহত হওয়ার পর দ্রুত প্রতিক্রিয়ায় বুধবার (৭ মে) সকালে জরুরি বৈঠকে বসছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি। স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হতে যাওয়া এই বৈঠকে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ নিরাপত্তা খাত সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা।
বিবিসি লাইভে সম্প্রচারিত খবরে জানানো হয়েছে, ভারতের হামলার কয়েক ঘণ্টার মধ্যেই এ বৈঠক ডাকা হয়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ভারত একযোগে পাকিস্তান এবং পাকিস্তান-শাসিত কাশ্মীরের নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। দিল্লি দাবি করেছে, জম্মু-কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি পর্যটকদের ওপর জঙ্গি হামলার প্রতিক্রিয়ায় তারা এই পদক্ষেপ নিয়েছে। ওই হামলায় ২৬ জন নিহত হয়।
পাকিস্তান ভারতীয় হামলাকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়ে কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে। ইসলামাবাদ বলছে, সময় ও স্থান বেছে এই হামলার ‘উপযুক্ত’ জবাব দেওয়া হবে।
গত ২২ এপ্রিল পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার পর থেকেই ভারত-পাকিস্তান সম্পর্ক ক্রমেই অবনতির দিকে যায়। সীমান্তে প্রতিদিনই চলছে গুলিবিনিময়, এবং উভয় দেশ বিভিন্ন কৌশলগত ও প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করছে।
বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষে রূপ নিতে পারে। জাতীয় নিরাপত্তা কমিটির আজকের বৈঠকে পাকিস্তান পরবর্তী পদক্ষেপ নিয়ে কৌশল নির্ধারণ করবে বলে ধারণা করা হচ্ছে।