০৪ মে ২০২৫, রবিবার, ০১:৪০:২১ পূর্বাহ্ন
ছয় মাসের জন্য নিষিদ্ধ স্প্রিন্টার জহির
  • আপডেট করা হয়েছে : ১৭-০৪-২০২৫
ছয় মাসের জন্য নিষিদ্ধ স্প্রিন্টার জহির

শৃঙ্খলা ভঙ্গসহ নানা অভিযোগে স্প্রিন্টার জহির রায়হানকে ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন (বিএএফ)। গত জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটার স্প্রিন্টে স্বর্ণপদক জিতেছিলেন এই স্প্রিন্টার।


বুধবার (১৬ এপ্রিল) বিএএফের সাধারণ সম্পাদক মো. শাহ আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।


বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে চীনে প্রাথমিক পর্ব থেকে বাদ পড়ার পর, জহির এক জাতীয় দৈনিকে বলেন যে, তিনি যথাযথ প্রস্তুতি বা অনুশীলনের সুযোগ পাননি। তবে বিএএফ এক বিবৃতিতে জানায়, প্রতিযোগিতার আগে জাতীয় প্রশিক্ষণ ক্যাম্পে ছিলেন জহির এবং জাতীয় চ্যাম্পিয়নশিপের আগেও নিজ সার্ভিস দলের সঙ্গে অনুশীলন করেছেন।


এছাড়া, ঈদের ছুটির পর জহির জাতীয় ক্যাম্পে ফেরেননি। তিনি দাবি করেন, ক্যাম্পে পর্যাপ্ত সুবিধা নেই—এ কারণে বিকেএসপিতে ব্যক্তিগত প্রশিক্ষণের অনুরোধ করেন।


বিএএফ আরও জানায়, জহিরকে এ বিষয়ে একটি শোকজ নোটিশ পাঠানো হয়েছিল এবং তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়। কিন্তু তিনি সেই চিঠির কোনো উত্তর দেননি।


শেয়ার করুন