২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৮:০৩:০২ পূর্বাহ্ন
রুয়েটে আর্কিটেকচার বিভাগের ৩য় তলা উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের ফলক উন্মোচন
  • আপডেট করা হয়েছে : ২৪-০৭-২০২২
রুয়েটে আর্কিটেকচার বিভাগের ৩য় তলা উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের ফলক উন্মোচন

রবিবার (২৪ জুলাই) রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-

এ আর্কিটেকচার বিভাগের ৩য় তলা উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের শুভ

উদ্বোধন হয়েছে। রবিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১১ টায় প্রধান অতিথি

হিসেবে উপস্থিত থেকে ভিত্তি ফলক উন্মোচনের মধ্য দিয়ে এই কাজের শুভ

উদ্বোধন করেন রুয়েট ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ।

অনুষ্ঠানে পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. নিয়ামুল বারী,

ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডীন অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন,

রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সেলিম হোসেন, ছাত্রকল্যাণ পরিচালক

অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক অধ্যাপক ড. মিয়া

মো. জগলুল সাদত, আইসিটি পরিচালক অধ্যাপক ড. মো. আল মামুন,

আর্কিটেকচার বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এস.এম. জহুরুল ইসলাম,

ইউআরপি বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. কামরুজ্জামান রিপন, ছাত্রকল্যাণ

উপ-পরিচালক মো. মামুনুর রশীদ, প্রধান প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন,

কম্পট্রোলার নাজিমউদ্দীন আহম্মদ সহ বিভিন্ন দপ্তর, বিভাগ, শাখা প্রধানগণ

এবং প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন