২৫ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ১০:৫৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
এমটিএফই কেলেঙ্কারি: দায় কার রাজশাহী ও নওগাঁর ২ গ্রামে যাচ্ছে শহরের সুবিধা বিশ্বে খাদ্য মূল্যস্ফীতি কমলেও দেশে বাড়ছে নির্বাচনে বিএনপি আসুক বা না আসুক—বিকল্প রেখে আওয়ামী লীগের ভোটের ছক রাজশাহীতে 'আইসিটি ইন এডুকেশন লিটারেসি ট্রাবলস্যুটিং ও মেইনটেনেন্স 'বিষয়ক ১০ দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী বেনাপোল কাস্টমসের ১৯ কেজি সোনা চুরি: সাক্ষ্য গ্রহণেই আটকা বিচার ২০৪০ সালে শীর্ষ ২০ অর্থনীতির একটি হবে বাংলাদেশ আ.লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের বিলবোর্ড ব্যানার খুলে ফেলার অভিযোগ এবার সত্যিই মারা গেছেন বাংলাদেশের সাবেক কোচ হিথ স্ট্রিক ১৭ ব্যাংককে ৫০ হাজার কোটির বিশেষ সুবিধা
কলেজছাত্রীকে নিপীড়ন, যুবক গ্রেফতার
  • আপডেট করা হয়েছে : ২৩-০৭-২০২২
কলেজছাত্রীকে নিপীড়ন, যুবক গ্রেফতার

কলেজছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় অভিযুক্ত মানিক মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  শুক্রবার রাতে  সুনামগঞ্জ জেলা শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার মানিক সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের দক্ষিণকুল গ্রামের গোলেনুর মিয়ার ছেলে।

মামলার এজাহার ও ভিকটিমের পারিবারিক সূত্র জানায়, সুনামগঞ্জ শহরে ভাড়া বাসায় থেকে কলেজে পড়াশোনার ফাঁকে প্রতিনিয়ত সকালে শহরের মরাটিলায় একটি বাসায় প্রাইভেট পড়াতে যেতেন ওই কলেজছাত্রী।  শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে প্রাইভেট পড়াতে যাওয়ার পথে ফাঁকা সড়কে একা পেয়ে কলেজছাত্রীর গায়ে হাত দেয় বখাটে মানিক।  এ সময় ভয়ে পালালেও তাকে তাড়া করে বখাটে মানিক। 

একপর্যায়ে ভিকটিম নিজের সম্ভ্রম বাঁচাতে একটি বাসায় আশ্রয় নেন। এরপর ঘটনা খুলে বললে পাড়ার লোকজনের ধাওয়ার মুখে মানিক পালিয়ে যায়।

শুক্রবার ঘটনার পরপরই ভিকটিম কলেজ ছাত্রী বাদী হয়ে সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মানিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

পরে শুক্রবার রাতে র‌্যাব-৯, সিপিসি -৩ সুনামগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার সিঞ্চন আহমদের নেতৃত্বে র‌্যাবের একটি টিম শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

শেয়ার করুন