০৭ ডিসেম্বর ২০২৪, শনিবার, ০৬:৪৮:৫৬ অপরাহ্ন
সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজে গ্র্যাজুয়েশন সনদ বিতরণ
  • আপডেট করা হয়েছে : ২৮-১১-২০২৪
সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজে গ্র্যাজুয়েশন সনদ বিতরণ

সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কোর্স-২০২৪ এর গ্র্যাজুয়েশন সনদ বিতরণ করা হয়েছে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্স সম্পন্নকারী অফিসারদের মধ্যে গ্র্যাজুয়েশন (পিএসসি) সনদপত্র বিতরণ করেন।


বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুর সেনানিবাসের ডিএসসিএসসি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব সনদপত্র বিতরণ করতে হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় অন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।


অনুষ্ঠানের শুরুতে সেনাবাহিনী প্রধান বলেন, দেশি ও বিদেশি সামরিক কর্মকর্তাদের কৌশলগত দক্ষতা বৃদ্ধিতে ও আন্তর্জাতিক সহযোগিতা উন্নয়নে ডিএসসিএসসির ভূমিকা অনস্বীকার্য।


গ্র্যাজুয়েশন সম্পন্নকারী অফিসারদের অভিনন্দন জানিয়ে তিনি তাদের এই কোর্সে অর্জিত প্রজ্ঞা, সংকল্প ও পরিকল্পনাকে জাতির অগ্রগতিতে কাজে লাগানোর পরামর্শ দেন। সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের কমান্ড্যান্টকে ডিএসসিএসসি কোর্স-২০২৪ এর সফল সমাপ্তির জন্য ধন্যবাদ জানান সেনাপ্রধান।


অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ডিএসসিএসসির কমান্ড্যান্ট মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী। তিনি কলেজের অগ্রগতি ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের পেশাগত উন্নয়নে সেনাবাহিনী প্রধানের অব্যাহত সহায়তা ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিতির জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান।


আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, এই কোর্সে অংশগ্রহণকারী অফিসাররা আধুনিক সশস্ত্র বাহিনী পরিচালনায় একতা, বন্ধন ও ভ্রাতৃত্ববোধের ভিত্তিতে অবদান রাখবে এবং তাদের অর্জিত জ্ঞানকে বিস্তৃত করবে।


চলতি বছর ডিএসসিএসসি কোর্স-২০২৪ এ বাংলাদেশ সেনাবাহিনীর ১৪১ জন, বাংলাদেশ নৌবাহিনীর ৪০ জন, বাংলাদেশ বিমান বাহিনীর ২৬ জন, বাংলাদেশ পুলিশের ৩ জন এবং চীন, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, জর্ডান, কেনিয়া, কুয়েত, লাইবেরিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মালি, নেপাল, নাইজেরিয়া, ওমান, পাকিস্তান, ফিলিস্তিন, সৌদি আরব, সিয়েরা লিওন, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ সুদান, শ্রীলংকা, তানজানিয়া, তুরস্ক, উগান্ডা ও জাম্বিয়া থেকে আগত ৫৭ জন অফিসারসহ ২৬৭ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।


শেয়ার করুন