০৪ নভেম্বর ২০২৪, সোমবার, ১১:০১:৪১ অপরাহ্ন
রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন আটক
  • আপডেট করা হয়েছে : ৩০-১০-২০২৪
রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন আটক

গত ২৯ অক্টোবর  রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিশেষ অভিযানে মহানগরীর বিভিন্ন এলাকা থেকে মোট ১৩ জনকে আটক করা হয়েছে। 


আরএমপির আওতাধীন বোয়ালিয়া, রাজপাড়া, কাটাখালী, কাশিয়াডাঙ্গা, কর্ণহার এবং দামকুড়া থানার পুলিশ ও গোয়েন্দা (ডিবি) বিভাগের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে বোয়ালিয়া মডেল থানা থেকে ৩ জন, রাজপাড়া থানা থেকে ৪ জন, কাটাখালী থানা থেকে ২ জন, কাশিয়াডাঙ্গা থানা থেকে ১ জন, কর্ণহার থানা থেকে ১ জন এবং দামকুড়া থানা থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃতদের মধ্যে ৭ জনের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট ছিল, ৩ জনকে মাদকসহ আটক করা হয় এবং ৩ জনকে অন্যান্য অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। মাদকদ্রব্যসহ আটককৃতদের কাছ থেকে ৩.১০ গ্রাম হেরোইন, ৫ পিস ইয়াবা এবং ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।


আরএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মহানগরীতে অপরাধ দমনে নিয়মিত এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা।

শেয়ার করুন