০৭ অক্টোবর ২০২৪, সোমবার, ১২:৪৬:১০ পূর্বাহ্ন
চাকরিতে বয়স ৩৫ আন্দোলনে ইলিয়াস কাঞ্চন
  • আপডেট করা হয়েছে : ৩০-০৯-২০২৪
চাকরিতে বয়স ৩৫ আন্দোলনে ইলিয়াস কাঞ্চন

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলনরতদের সঙ্গে সংহতি প্রকাশ করলেন ঢাকাই সিনেমার নন্দিত নায়ক ইলিয়াস কাঞ্চন। মাথায় জাতীয় পতাকা বেঁধে রাজপথে নামেন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর চেয়ারম্যান। এসময় দ্রুত দাবি মেনে নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে নতুন দেশ গড়ার পরও শিক্ষার্থীদের সঙ্গে ৩৫ দাবিতে রাস্তায় দাঁড়াতে হবে এমনটা আশা করিনি।


সোমবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার আন্দোলনে একাত্মতা পোষণ করে তিনি এসব কথা বলেন।


ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমাদের সবার আশা আকাঙ্ক্ষা ছিল এ রাষ্ট্রের মধ্যে আর কোনো বৈষম্য থাকবে না। কিন্তু এখনো চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ থেকে ৩৫ এর জন্য আমার সন্তানরা কষ্ট পাবে, বৃষ্টি উপেক্ষা করে দাবি আদায়ের জন্য দাঁড়াতে হবে এটা আমি কখনো আশা করিনি। আমি চাইবো অন্তত চাকরিতে বয়সসীমা বাড়ানোর দাবি নিয়ে আর যেন কোনো দিন আমাদের সন্তানদের রাস্তায় দাঁড়াতে না হয়।’


শেয়ার করুন