০২ মে ২০২৪, বৃহস্পতিবার, ০৮:২৯:৪৫ অপরাহ্ন
জয়পুরহাটে ট্রেনে আগুন, ৩ আসামি গ্রেফতার
  • আপডেট করা হয়েছে : ২২-১২-২০২৩
জয়পুরহাটে ট্রেনে আগুন, ৩ আসামি গ্রেফতার

জয়পুরহাটে পৃথক দুটি ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রধান তিন আসামিকে গ্রেফতার করেছে সান্তাহার রেলওয়ে থানার পুলিশ। শুক্রবার ভোরে তাদের গ্রেফতার করা হয়। 


গ্রেফতারকৃতরা হলেন— জয়পুরহাটের নিশিপাড়া মহল্লার অপু (২৪) ও তাইজুল ইসলাম (২৬) এবং আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর গ্রামের মমিন (২৬)। 


সান্তাহার রেলওয়ে থানার ওসি মুক্তার হোসেন জানান, গত ৪ ডিসেম্বর ভোরে জয়পুরহাটের পাঁচবিবি রেলওয়ে স্টেশনে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে এবং ১৫ ডিসেম্বর রাতে জয়পুরহাট রেলওয়ে স্টেশনে উত্তরা এক্সপ্রেস মেইল ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ব্যাপারে পৃথক মামলা করা হয়। ওই দুটি নাশকতার ঘটনার মূল হোতা অপু, তাইজুল ও মমিন। 


এ ব্যাপারে শুক্রবার ভোররাতে আকস্মিক অভিযান চালিয়ে তাদের জয়পুরহাটের নিশিপাড়া ও জেলার আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা সবাই ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। গ্রেফতারের পর তাদের সান্তাহার রেলওয়ে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


শেয়ার করুন