০৭ ডিসেম্বর ২০২৪, শনিবার, ০৫:৩০:১২ অপরাহ্ন
ইনস্টাগ্রামে ছবি থেকে স্টিকার, ব্যবহার হবে স্টোরি ও রিলসে
  • আপডেট করা হয়েছে : ২৪-১০-২০২৩
ইনস্টাগ্রামে ছবি থেকে স্টিকার, ব্যবহার হবে স্টোরি ও রিলসে

নিজের বা অন্যের  ছবি ব্যবহার করে ইনস্টাগ্রামে স্টিকার তৈরি করা যাবে। স্টিকারগুলো স্টোরি ও রিলসে ব্যবহার করা যাবে। শিগগিরই এই ফিচার ইনস্টাগ্রামে যুক্ত হবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেডটস এক প্রতিবেদনে এ তথ্য জানায়।


নতুন এই টুল ছবির বিষয়বস্তু শনাক্ত করে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করে দেবে। এর ফলে ইনস্টাগ্রামে ব্যবহারের জন্য সহজে স্টিকার তৈরি হবে। ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরির চ্যানেলে স্টিকার তৈরির টুলটির ব্যবহার দেখিয়ে দেওয়া হয়।


ব্যবহারকারীর নিজস্ব গ্যালারির ছবি ছাড়াও প্ল্যাটফর্মটির যেসব ছবি থেকে স্টিকার তৈরি করা যাবে, তা দেখাবে ইনস্টাগ্রাম। মোসোরি এ বিষয়ে আর কোনো তথ্য দেননি। এই ফিচার পরীক্ষা–নিরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।


শেয়ার করুন