২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ০৪:০৪:১৪ অপরাহ্ন
‘কিছু সময় আল্লাহ-বিল্লাহ করলেও পাচ্ছেন না’
  • আপডেট করা হয়েছে : ১৪-১০-২০২৩
‘কিছু সময় আল্লাহ-বিল্লাহ করলেও পাচ্ছেন না’

নিউজিল্যান্ড দলের সংবাদ সম্মেলন আর মিক্সড জোন শেষে অপেক্ষা শুরু। আইসিসির ভেন্যু ম্যানেজারের তাগাদায় প্রায় আধঘণ্টার অপেক্ষা শেষে সহকারী কোচ নিক পোথাস আর একজন ক্রিকেটারকে নিয়ে মিক্সড জোনে এলেন বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার।


মিক্সড জোনে মোস্তাফিজুর রহমানকে দেখে একটু বিস্ময় বাংলাদেশি সাংবাদিকদের চোখে। বেশির ভাগ সময়ে সংবাদমাধ্যম থেকে দূরে থাকা ফিজ যথারীতি বড় প্রশ্নে ছোট উত্তর দিলেন। তিন ম্যাচের দুটিতে বড় ব্যবধানে হেরেও এখনো বড় আশা তাঁর, ‘অসম্ভব কোনো কিছু না। আমরা ছয় ম্যাচের ছয়টাই জিততে পারি।’ 


তবে আজ মোস্তাফিজের আফসোস ঝরল আরও ৩০ রান না হওয়ার, ‘আমরা পেসাররা শুরুটা ভালো করেছিলাম। আমাদের যদি আরও ৩০ রান বেশি হতো, তাহলে আরও সুযোগ থাকত। ওরা আরেকটু ঝুঁকি নিয়ে খেলত। ২৮০-এর মতো হলে ভালো কিছু হতো।’


ব্যাটাররা ভালো সংগ্রহ এনে দিতে পারছেন না বোলারদের। ধারাবাহিক ব্যর্থ সতীর্থ ব্যাটারদের নিয়ে আশাবাদী মোস্তাফিজ, ‘আশা করি ব্যাটারদের ভালো দিন আসছে।’তাসকিন আহমেদ এখনো নিজেকে মেলে ধরতে পারেননি যথার্থভাবে। মোস্তাফিজ পাশে থাকছেন তাসকিনের, ‘সে তো খারাপ করছে না। ভালো-খারাপ মিলিয়েই হয়। কিছু সময় চাইলেই বোলিং করলে উইকেট পাবেন। কিছু সময় আল্লাহ-বিল্লাহ করলেও পাচ্ছেন না!’


শেয়ার করুন