২৯ এপ্রিল ২০২৪, সোমবার, ১২:৩৭:৪০ পূর্বাহ্ন
বাদ মাহমুদউল্লাহ, ফিল্ডিংয়ে বাংলাদেশ
  • আপডেট করা হয়েছে : ১০-১০-২০২৩
বাদ মাহমুদউল্লাহ, ফিল্ডিংয়ে বাংলাদেশ

ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে (এইচপিসিএ) আফগানিস্তানকে হারিয়ে ২০২৩ বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। একই মাঠে আজ ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এবারও টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। 


প্রথম ম্যাচের একাদশ থেকে একটি মাত্র পরিবর্তন এনেছে বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদের পরিবর্তে এসেছেন শেখ মেহেদি হাসান। তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়ের সঙ্গে আছেন দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও লিটন দাস। অলরাউন্ডার হিসেবে খেলছেন সাকিব, মেহেদী হাসান মিরাজ ও শেখ মেহেদি। একাদশে আছেন তিন পেসার শরীফুল, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান। 


ইংল্যান্ডও তাদের একাদশে এনেছে একটি পরিবর্তন। মঈন আলির পরিবর্তে এসেছেন রিস টপলি। 


বাংলাদেশের একাদশ:  সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), শেখ মেহেদি হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান 


ইংল্যান্ডের একাদশ: জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), জো রুট, জনি বেয়ারস্টো, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, হ্যারি ব্রুক, মার্ক উড, ক্রিস ওকস, রিস টপলি


শেয়ার করুন