২৯ এপ্রিল ২০২৪, সোমবার, ১১:৫৩:২৮ পূর্বাহ্ন
নির্বাচন করতে মন্ত্রী আমাকে এখানে এনেছেন : চারঘাটের ওসি
  • আপডেট করা হয়েছে : ১৭-০৯-২০২৩
নির্বাচন করতে মন্ত্রী আমাকে এখানে এনেছেন : চারঘাটের ওসি

থানা কম্পাউন্ডে নিজের বিশ্রামকক্ষে-কারাগারে থাকা এক ‘মাদক ব্যবসায়ীর’ স্ত্রীর সঙ্গে রাজশাহীর চারঘাট থানার ওসি মাহবুবুল আলমের মুখোমুখি আলাপের একটি অডিও ক্লিপ সমাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।


সেখানে ওসি বলেছেন, নির্বাচন করতে মন্ত্রী (পররাষ্ট্র প্রতিমন্ত্রী) আমাকে গাইবান্ধা থেকে চারঘাট থানায় নিয়ে এসেছেন। শুধু তাই নয়, নির্বাচনের আগে মুক্তা, সাব্বির, শুভকে (সন্ত্রাসী কর্মকান্ড ও মাদক আইনের একাধিক মামলার আসামি) গ্রেপ্তার করা যাবে না। এছাড়াও ৫ লাখ টাকায় মাদক ব্যবসার অনুমতি এবং দুই লাখ টাকা দিলে জেলা ডিবির দুই কর্মকর্তাকে বদলির ব্যবস্থা করবেন বলেও শোনা গেছে তাকে।


শনিবার সন্ধ্যায় ওসির অডিও ক্লিপ ফাঁসের পর রাজশাহী জেলা পুলিশে তোলপাড় শুরু হয়। রাতেই তাকে চারঘাট থানা থেকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। যে নারীর সঙ্গে ওসি বসে এসব খোশ আলাপ জমিয়েছিলেন, সেই নারী শনিবার দুপুরে ওসি মাহবুবুলের বিরুদ্ধে লিখিত একটি অভিযোগও দিয়েছেন। অভিযোগে ওই নারী দাবি করেছেন, ডিবি পুলিশ তার স্বামীকে সাজানো মাদক মামলা জড়িয়ে গ্রেপ্তার করেছেন।


খোঁজ নিয়ে জানা গেছে, ওসি মাহবুব নারীর সঙ্গে যেসব আলাপ করেন তা গোপন রেকর্ডিং যন্ত্রে রেকর্ড করা হয় বলে জেলা পুলিশ কর্মকর্তাদের ধারণা। মোট ৬ মিনিট ৫৩ সেকেন্ডের অডিওতে ওসির কথোপকথনে উঠে এসেছে পুলিশের ভেতরের চাঞ্চল্যকর অনেক অজানা কাহিনি।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর দুপুরে ওসি থানা কম্পাউন্ডে তার শয়নকক্ষে ডেকে নিয়ে সাহারা বেগম (২৮) নামে ওই নারীর কাছে ৭ লাখ টাকা দাবি করেন। শনিবার সকালে পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করার পর অভিযোগকারী সাহারা বেগম ভয়ে আত্মগোপনে আছেন।


জানা গেছে, গৃহবধূ সাহারা বেগম রাজশাহীর চারঘাট থানার চামটা গ্রামের আব্দুল আলিম কালুর স্ত্রী। মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কালু কিছু দিন ধরে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন।

শেয়ার করুন