০১ মে ২০২৪, বুধবার, ০৮:২৭:১২ অপরাহ্ন
ব্রিকস সদস্য হচ্ছে সৌদি আরবসহ ৬ দেশ, তালিকায় নেই বাংলাদেশ
  • আপডেট করা হয়েছে : ২৪-০৮-২০২৩
ব্রিকস সদস্য হচ্ছে সৌদি আরবসহ ৬ দেশ, তালিকায় নেই বাংলাদেশ

সম্প্রসারিত হচ্ছে বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকস। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে চলমান জোটের ১৫তম শীর্ষ সম্মেলনে ব্রিকস সদস্য হতে সৌদি আরবসহ ৬টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। জোটে যোগদানে ইচ্ছুক ৪০টির বেশি দেশের মধ্যে বাংলাদেশ থাকলেও এই ধাপে আশা পূরণ হলো না।  


আজ বৃহস্পতিবার ব্রিকস শীর্ষ সম্মেলনের শেষ দিনে নতুন ছয় দেশকে সদস্য হিসেবে আমন্ত্রণ জানানো হয়। এর মধ্য দিয়ে জোটে নতুন সদস্য দেশের অন্তর্ভুক্তির বিষয়ে দেশগুলোর মধ্যকার বিভেদ দূর হয়ে গেল বলে বার্তা সংস্থা রয়টার্স বলছে। 


শেষ মুহূর্তের আলোচনায় আটকে গেল ব্রিকস সম্প্রসারণের উদ্যোগশেষ মুহূর্তের আলোচনায় আটকে গেল ব্রিকস সম্প্রসারণের উদ্যোগ

আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা সমাপনী ঘোষণায় বলেন, আর্জেন্টিনা, মিসর, ইরান, ইথিওপিয়া, সৌদি আরব ও আরব আমিরাতকে ব্রিকস সদস্য হওয়ার আমন্ত্রণ জানানো হলো। আগামী বছরের শুরুর দিন অর্থাৎ ২০২৪ সালের ১ জানুয়ারি দেশগুলোর সদস্যপদ কার্যকর হবে।


এই ৬ দেশকে সদস্য হিসেবে গ্রহণ করার পর জোটের নতুন সদস্য সংখ্যা হবে ১১। 


দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে চলমান তিন দিনব্যাপী সম্মেলনে আলোচনার সবচেয়ে বড় ইস্যুই ছিল জোটের সম্প্রসারণ। এমনকি সামনাসামনি জোটের নেতারা সম্প্রসারণের বিষয়ে একাত্ম পোষণ করলেও এ বিষয়ক বৈঠকে ব্রাজিলের পক্ষ থেকে দ্বিমত পোষণ করা হয়েছিল। তবে সেই দ্বিমত পেরিয়ে অবশেষে জোট সম্প্রসারণের পথেই গেল ব্রিকস। 


নতুন বিশ্বব্যবস্থা গড়ার রূপরেখা দেবে কি এই ব্রিকস সম্মেলননতুন বিশ্বব্যবস্থা গড়ার রূপরেখা দেবে কি এই ব্রিকস সম্মেলন

এর আগে, দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেডি প্যান্ডর বুধবার জানিয়েছিলেন, ব্রিকস নেতারা জোট সম্প্রসারণের বিষয়ে একমত হয়েছেন। তিনি বলেছিলেন, ‘আমরা জোট সম্প্রসারণের বিষয়ে একমত হয়েছি। আমরা কিছু নথি প্রস্তুত করেছি এবং সেগুলো গ্রহণ করেছি যাতে ব্রিকসের সদস্য হতে চাওয়া দেশগুলোর জন্য নির্দেশিকা এবং নীতিমালা এবং সদস্য গ্রহণের প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে...এটি খুবই ইতিবাচক।’


শেয়ার করুন