১৪ মে ২০২৪, মঙ্গলবার, ০৪:৪১:৪৩ অপরাহ্ন
সম্মাননা পাচ্ছেন সৈয়দ আব্দুল হাদী
  • আপডেট করা হয়েছে : ১৭-০৭-২০২৩
সম্মাননা পাচ্ছেন সৈয়দ আব্দুল হাদী

কিংবদন্তি অভিনেতা বুলবুল আহমেদের স্মৃতি ধরে রাখতে তাঁর পরিবার ও বুলবুল আহমেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে বরণীয় শিল্পীদের সম্মাননা দেওয়া হয়। এ বছর ‘মহানায়ক বুলবুল আহমেদ স্মৃতি সম্মাননা ২০২৩’ পাচ্ছেন সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী। বর্তমানে তিনি দেশের বাইরে অবস্থান করছেন। জানা গেছে, দেশে ফিরেই এই সম্মাননা গ্রহণ করবেন তিনি।

সম্মাননা প্রাপ্তির বিষয়ে আব্দুল হাদী বলেন, ‘যেকোনো সম্মাননাই অনেক গৌরব এবং সম্মানের। বুলবুল আহমেদ আমাদের সবার প্রিয় একজন মানুষ ছিলেন। এমন একজন মানুষের স্মৃতি সম্মাননা পদক পাচ্ছি ভেবে ভালো লাগছে।’

বুলবুল আহমেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে তাঁর মেয়ে ঐন্দ্রিলা বলেন, ‘সৈয়দ আব্দুল হাদীর মতো গুণী মানুষকে সম্মাননা দিতে পেরে আমাদের ভালো লাগছে। বাবার মৃত্যুবার্ষিকীতে তাঁকে সম্মাননা দিতে চেয়েছিলাম। কিন্তু তিনি দেশের বাইরে থাকায় তাঁর হাতে সম্মাননা তুলে দেওয়া সম্ভব হয়নি। তিনি দেশে ফিরলে বাসায় গিয়ে পদকটি তাঁর হাতে তুলে দেওয়ার ইচ্ছা রয়েছে।’

গতকাল ছিল বুলবুল আহমেদের মৃত্যুবার্ষিকী। ২০১০ সালের ১৫ জুলাই মারা যান তিনি। এরপর ২০১৫ সালে গড়ে তোলা হয় বুলবুল আহমেদ ফাউন্ডেশন। এর আগে এই সম্মাননা পেয়েছেন অভিনেতা নাজমুল হুদা বাচ্চু, কেরামত মওলা, মিরানা জামান ও এ টি এম শামসুজ্জামান।


শেয়ার করুন