২৮ নভেম্বর ২০২৩, মঙ্গলবার, ১০:৫৬:২৩ অপরাহ্ন
শাহরুখের পর করোনায় আক্রান্ত ক্যাটরিনা
  • আপডেট করা হয়েছে : ০৬-০৬-২০২২
শাহরুখের পর করোনায় আক্রান্ত ক্যাটরিনা

বলিউডের একের পর এক তারকার করোনা হওয়ার খবর সামনে আসছে। এ মুহূর্তে করোনা আক্রান্ত ক্যাটরিনা, শাহরুখ, আদিত্য রায় কাপুর আর কার্তিক আরিয়ান। 

বলিউডে হঠাৎ করে নেমে এসেছে করোনার থাবা। শাহরুখ খানের পর ক্যাটরিনা কাইফের করোনা আক্রান্ত হওয়ার খবর মিলছে। শ্রীরাম রাঘবনের ‘মেরি ক্রিসমাস’-এর শুট শুরু করার কথা ছিল ক্যাটের। তবে ক্যাটরিনা করোনা আক্রান্ত হয়েছেন আগে বলেই খবর। 

এমনকি নিজের কোয়েরেন্টিন পিরিয়ডও কাটিয়ে ফেলেছেন। আর এ কারণেই নাকি তিনি যাননি আইফা ২০২২-তে। যেখানে তার স্বামী ভিকি কৌশল ‘সর্দার উধম সিং’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছে। 

গত বছর এপ্রিলেও করোনা আক্রান্ত হয়েছিলেন ক্যাটরিনা। এ নিয়ে দ্বিতীয়বার করোনা সংক্রমিত হলেন তিনি। 

প্রসঙ্গত, ক্যাটরিনাও উপস্থিত ছিলেন করণ জোহরের জন্মদিনের পার্টিতে। যেখান থেকে বলিউডে এখন শাহরুখসহ সবাই করোনা ছড়িয়েছে। 

গত ২৫ মে যশরাজ স্টুডিওয়ে জন্মদিনের পার্টি দিয়েছিলেন করণ। বিএমসির তরফ থেকে ইতোমধ্যে সতর্কতা জারি করে দেওয়া হয়েছে এবং যাতে কোনো রকম পার্টির আয়োজন করা না হয়, এর মধ্যে তারও নির্দেশ দেওয়া হয়েছে। 

শনিবার করোনা আক্রান্ত হওয়ার খবর দেন কার্তিক। এর পর আদিত্য রায় কাপুর, শাহরুখ খানদের করোনা হওয়ার খবর মিলেছে। বলিউডে ফের করোনার থাবা মাথাচাড়া দিতে নড়েচড়ে বসেছে প্রশাসন। 

শেয়ার করুন