২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০২:২৯:৪৫ পূর্বাহ্ন
বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল
  • আপডেট করা হয়েছে : ২১-০২-২০২৩
বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল

সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাঁধেকাঁধ মিলে দলের জন্য কাজ করার আহ্বান জানিয়ে চারঘাট-বাঘার সাংসদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম বলেছেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে উন্নয়নের কথা তুলে ধরতে হবে।

বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হলে নৌকার গনজোয়ার সৃষ্টি করতে হবে। এজন্য সব ধরনের ভেদাভেদ ভুলে ঐক্যের কোন বিকল্প নেই।

সোমবার রাত আটটার দিকে অনুষ্ঠিত রাজশাহীর চারঘাট উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকারের ক্ষমতাকালে শিক্ষা, স্বাস্থ্যসহ সব ধরনের প্রতিষ্ঠানে লেগেছে উন্নয়নের ছোঁয়া। উন্নয়নের দিক থেকে বাংলাদেশ এখন বিশ্বের দরবারে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃত। বিশ্বের দরবারে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।

অর্থনৈতিক দিক থেকে মালয়েশিয়া, পাকিস্তান, ভারত , শ্রীলঙ্কার মত দেশকে পেছনে ফেলে বিশ্বের দরবারে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ হিসেবে মাথা উঁ”ু করে রেখেছে। আর এটা সম্ভব হয়েছে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে।

আজকের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ২০২৩ সালের মধ্যে বাংলাদেশ হবে মধ্যম আয়ের এবং ৪১ সালে হবে উন্নয়নশীল দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথায় নয়, কাজে বিশ্বাসী।

তাই তো ২০২৩ সালে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে রুপান্তরিত হয়েছে। এছাড়া ৪১ সালে উন্নয়নশীল দেশ গড়তে অবিরাম কাজ করে চলেছেন।

এজন্য উন্নয়নকে বাঁধাগ্রস্থ করতে বিএনপি-জামায়াত সব সময় দেশের মধ্যে এবং বাইরে বিশৃঙ্খলা করার চেষ্টা অব্যাহত রেখেছে। এসব বাঁধাগ্রস্থকারীদের দাঁত ভাঙ্গা জবাব দিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের স্বার্থে সব কিছু ভুলে নৌকার বিজয় নিশ্চিত করতে গনজোয়ার তৈরী করতে হবে।

সদর ইউনিয়ন আওয়ামী লীগের বিদায়ী সভাপতি আফতাব উদ্দীন সরকারের সভাপতিত্বে পরানপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আয়োজিত ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকিরুল ইসলাম সান্টু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র একরামুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কাজী মাহমুদুল হাসান মামুন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের বিদায়ী সম্পাদক সদর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান মতি প্রমুখ।

সবশেষে সভাপতি হিসেবে ফয়সাল হক চন্দন ও সাধারণ সম্পাদক হিসেবে হাফিজুর রহমান পিকলুর নাম ঘোষণা করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি শাহরিয়ার আলম এমপি।

শেয়ার করুন