২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ০৫:২৪:১৩ অপরাহ্ন
রাণীনগরের কালীবাড়ি হাট পরিদর্শনে ইউএনও শাহাদাত
  • আপডেট করা হয়েছে : ৩১-০৫-২০২২
রাণীনগরের কালীবাড়ি হাট পরিদর্শনে ইউএনও  শাহাদাত

নওগাঁর রাণীনগর উপজেলার কেন্দ্রীয় কালিবাড়ি হাট

পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন।

সম্প্রতি দেশের বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় শতবছরের ঐতিহ্যবাহী

কালিবাড়ি হাটের বেহাল দশার উপর একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরই

সোমবার হাটটি পরিদর্শনে আসেন ইউএনও। এসময় তিনি পুরো হাটটি

পরিদর্শন করেন। তিনি বিভিন্ন দোকানীদের কাছ থেকে হাটের বিভিন্ন

সমস্যার কথা শোনেন। এই হাট থেকে প্রতি ইজারার সময় সরকারের রাজস্ব

বৃদ্ধি পেলেও আজ পর্যন্ত আধুনিকতার কোন ছোঁয়াই স্পর্শ করেনি এমন

জনগুরুত্বপূর্ন স্থাপনাটিতে। যার কারণে প্রতিদিনই হাটে এসে শত শত

ক্রেতা ও বিক্রেতাদের চরম দুর্ভোগে পড়তে হয়। বিশেষ করে বছরের পর বছর কোন

সংষ্কার কিংবা মেরামত না করায় ড্রেনেজ ব্যবস্থার এমনই করুনদশা হয়েছে

যেন শুকনো মৌসুমেও হাটের প্রধান প্রধান স্থানে ড্রেন উপচে ময়লা-

আর্বজনা যুক্ত পানিতে ভরে থাকে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত

হুসেইন বলেন, আমি এই উপজেলাতে সবেমাত্র যোগদান করেছি। যোগদানের

পরই হাটের বিভিন্ন সমস্যার কথা শুনেছি। আমি হাটটি সরেজমিনে

পরিদর্শন করলাম। দ্রুত এমন জনগুরুত্বপূর্ন স্থাপনাকে আধুনিকায়ন করতে

যা যা করার প্রয়োজন তা করার চেস্টা করবো। চেস্টা করবো হাটের সেবার মান

বৃদ্ধি করতে।

শেয়ার করুন