২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ০৮:১৩:৪৬ অপরাহ্ন
বিচারপতি মানিকের গাড়িতে হামলা মামলায় গ্রেপ্তার ৪
  • আপডেট করা হয়েছে : ০৩-১১-২০২২
বিচারপতি মানিকের গাড়িতে হামলা মামলায় গ্রেপ্তার ৪

বিচারপতি সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের গাড়িতে হামলার ঘটনায় রাতেই পল্টন থানায় একটি মামলা দায়ের হয়েছে। ওই মামলায় চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এ কে এম হাফিজ আক্তার।

তিনি বলেন, মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হচ্ছে ডিবিকে। ওই মামলায় জড়িতদের সবাইকে আইনের আওতায় আনা হবে। গ্রেপ্তারকৃতরা সবাই ছাত্রদলের বর্তমান ও সাবেক বিভিন্ন কমিটির নেতা বলেও জানা গেছে।

বুধবার (২ নভেম্বর) পল্টন এলাকায় বিএনপির সমাবেশের দিকে যাওয়া মিছিল থেকে বিচারপতি মানিকের গাড়ি, সরকারি গানম্যান ও চালকের ওপর হামলা করা হয় বলে অভিযোগ করেন গানম্যান রফিকুল ইসলাম।

এই হামলার ঘটনায় পল্টন থানায় মামলা দায়ের করা হয় রাতেই। মামলায় অজ্ঞাতনামা ৪০-৫০ জনকে আসামি করা হয়।

শেয়ার করুন