গম, চিনির পর এবার চাল রপ্তানিতে ‘লাগাম টানছে’ ভারত
                        
                            
                        
গম ও চিনির পর এর চাল রপ্তানি সীমিত করতে যাচ্ছে ভারত। অভ্যন্তরীণ সরবরাহে চাপ না ফেলতে এবং মূল্যবৃদ্ধি ঠেকাতে ভারতের কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনোমিকস টাইমস বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের নেতৃত্বে একটি কমিটি বাসমতি বাদে অন্য চালসহ নিত্যপ্রয়োজনীয় প্রতিটি পণ্যের উৎপাদন বিশ্লেষণ করছে। তাই দাম বাড়ার কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করা হচ্ছে বলে ইকোনোমিকস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, মূল্যস্ফীতি সর্বোচ্চ স্তরে মোকাবেলা করা হচ্ছে। মূল্য পর্যবেক্ষক কমিটি প্রতিটি পণ্যের উপর বৈঠক করছে এবং পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে।
অন্য একজন কর্মকর্তার মতে পাঁচটি পণ্যের ওপর রপ্তানি নিষেধাজ্ঞার ব্যাপারে বিবেচনা করা হচ্ছে। ইতোমধ্যেই গম এবং চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত।
চীনের পরে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চাল উৎপাদনকারী দেশ। ২০২১-২২ সালে ১৫০টিরও বেশি দেশে চাল রপ্তানি করেছে ভারত।

