২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১২:১৪:৩২ অপরাহ্ন
নওগাঁর সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদের সাধারন সভা অনুষ্ঠিত
নওগাঁ প্রতিনিধি:
  • আপডেট করা হয়েছে : ১০-০৯-২০২২
নওগাঁর সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদের সাধারন সভা অনুষ্ঠিত

১৯৯৪সালে “চেতনার পথে

দ্বিধাহীন অভিযাত্রা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর একমাত্র

সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁ-এর পথ চলা শুরু

হয়। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি নওগাঁকে নতুন করে তুলে ধরে

আসছে। চালিয়ে আসছে বিভিন্ন সামাজিক কল্যাণকর কাজগুলো।

অবহেলিত অথচ অত্যন্ত গুরুত্ববহ বিষয়গুলোকে মানুষের দৃষ্টিতে আনা,

সমাজের নানা অন্যায়-অনিয়মের প্রতিবাদে রাস্তায় নেমে আন্দোলন করাসহ

নানা সামাজিক কর্মকান্ড চালিয়ে আসছে একুশে পরিষদ। যার কারণে আজ

একুশে পরিষদ নওগাঁর গন্ডি পেরিয়ে দেশের মাঝে সাড়া ফেলেছে। শুক্রবার

সন্ধ্যায় শহরের ঐতিহ্যবাহী প্যারীমোহন লাইব্রেরী প্রাঙ্গনে সংগঠনের ২৬তম

সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সাধারন সম্পাদক মনোয়ার

হোসেন লিটনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সাবেক

অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খাঁন, প্রতিষ্ঠাতা সভাপতি এ্যাড. ডি.এম.

আব্দুল বারী, সাবেক সম্পাদক এম.এম. রাসেলসহ সংগঠনের উপদেষ্টা, সদস্য

থেকে শুরু করে গন্যমান্য ব্যক্তিরা। এসময় প্যারীমোহন লাইব্রেরী প্রাঙ্গন

একুশে পরিষদের সদস্য ও শুভানধ্যায়ীদের পদচারনায় মুখরিত হয়ে ওঠে।

শেয়ার করুন