উপসহকারী প্রকৌশলীর পদ নিয়ে ‘ষড়যন্ত্র’ ও বিএসসি প্রকৌশলীদের তিন দফা দাবির প্রতিবাদে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন ডিপ্লোমা প্রকৌশলী ও পলিটেকনিক শিক্ষার্থীরা।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা সোয়া ১টা থেকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় এই কর্মসূচি শুরু হয়। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এলাকা থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে তারা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভে বসেন।
আন্দোলনকারীদের দাবি, বিএসসি প্রকৌশলীদের তিন দফা দাবি ভিত্তিহীন ও অযৌক্তিক। এতে ৪০ লাখ ডিপ্লোমা প্রকৌশলী ও ৪ লাখ কারিগরি শিক্ষার্থীর পেশাগত ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে। এতে জাতীয় কর্মক্ষেত্রে অস্থিরতা সৃষ্টি হতে পারে।
ডিপ্লোমা প্রকৌশলী ফাউন্ডেশনের কেন্দ্রীয় নেতা প্রকৌশলী ইসহাক পিকু বলেন, ‘আমরা ৭ দফা দাবি জানিয়েছি। সরকার এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’
বাসন থানার ওসি শাহিন খান দুপুর ২টা ৫০ মিনিটে জানান, আন্দোলনকারীরা এখনো মহাসড়কে অবস্থান করছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে।