২২ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০৫:৫৭:৪২ অপরাহ্ন
ধানের শীষে ভোট চেয়ে তারেক রহমানের নির্বাচনী প্রচার শুরু
  • আপডেট করা হয়েছে : ২২-০১-২০২৬
ধানের শীষে ভোট চেয়ে তারেক রহমানের নির্বাচনী প্রচার শুরু

ধানের শীষে ভোট চেয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান।


বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নে অবস্থিত তাঁর শ্বশুরবাড়ি থেকে এ প্রচারাভিযান শুরু হয়। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।


প্রচার শুরুর সময় তারেক রহমান বলেন, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী এখন আনুষ্ঠানিকভাবে ধানের শীষে ভোট চাওয়া যাচ্ছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে।


তিনি আরও বলেন, বহুদিন পর তাঁদের এলাকার সন্তান ডা. জোবাইদা রহমান ও তিনি নিজে এলাকায় এসেছেন। “আজ আপনাদের মেয়ে এখানে এসেছে। তার সম্মান রক্ষা করা আপনাদের দায়িত্ব। আর সেই সম্মান তখনই নিশ্চিত হবে, যখন এ এলাকায় ধানের শীষ জয়যুক্ত হবে,”—বলেন তিনি।


এ সময় তিনি উপস্থিত জনতার উদ্দেশে প্রশ্ন রাখেন—বিরাইমপুর ও দক্ষিণ সুরমা থেকে ধানের শীষকে জয়যুক্ত করা যাবে কি না। জবাবে উপস্থিত জনতা ধানের শীষে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।


শেয়ার করুন