২২ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০৩:৫৩:৪৮ অপরাহ্ন
মনিরুলকে বহিষ্কার করল বিএনপি
  • আপডেট করা হয়েছে : ২২-০১-২০২৬
মনিরুলকে বহিষ্কার করল বিএনপি

দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের জন্য নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নড়াইল-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বীতা করছেন।


বুধবার (২১ জানুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


প্রসঙ্গত, নড়াইল-২ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে আসন্ন সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে কলস প্রতীক নিয়ে। এ আসনে বিএনপির দলীয় মনোনয়ন ধানের শীষ পেয়েছেন এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। এ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।


শেয়ার করুন