১৭ জানুয়ারী ২০২৬, শনিবার, ১১:৫২:৫২ অপরাহ্ন
ফাহাদের ৫ উইকেট শিকার, ২৩৮ রানে অলআউট ভারত
  • আপডেট করা হয়েছে : ১৭-০১-২০২৬
ফাহাদের ৫ উইকেট শিকার, ২৩৮ রানে অলআউট ভারত

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ মিশন শুরু করছে বাংলাদেশ। পেসার আল ফাহাদের বোলিং তোপে ২৩৮ রানে অলআউট হয়েছে ভারত। জয়ের জন্য ২৩৯ রান করতে হবে বাংলাদেশকে। ৩৮ রান খরচায় ৫ উইকেট শিকার করেছেন ফাহাদ। 


শনিবার (১৭ জানুয়ারি) জিম্বাবুয়ের বুলাওয়েতে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক জাওয়াদ আবরার। ব্যাট করতে নেমে দলীয় ৫৩ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। তবে একপ্রান্ত আগলে রেখে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন বৈভব সূর্যবংশী।



বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকেন বৈভব। তাকে ভালো সঙ্গ দেন কনিস্ক চৌহান। বৈভব ৬৭ বলে ৭২ রান করে আউট হন। আর ২৬ বলে ২৮ রান করেন চৌহান। 


তাদের বিদায়ের পর দলের হাল ধরেন অভিজ্ঞান কুন্ডু। মাঝে বৃষ্টির বাগড়ায় বেশ কিছু সময় খেলা বন্ধ থাকে। খেলা শুরুর পর উইকেট হারাতে থাকে ভারত। তবে রানের চাকা সচল রাখেন অভিজ্ঞান কুন্ডু। শেষ পর্যন্ত ৪৮ ওভার ৪ বলে ২৩৮ রানে গুটিয়ে যায় ভারত। ১১২ বলে ৮০ রান করেন কুন্ডু।   


শেয়ার করুন