১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১১:১০:৩১ অপরাহ্ন
অর্থবছরের প্রথম ছয় মাসে এডিপি বাস্তবায়ন ১৭.৫৪ শতাংশ
  • আপডেট করা হয়েছে : ১৫-০১-২০২৬
অর্থবছরের প্রথম ছয় মাসে এডিপি বাস্তবায়ন ১৭.৫৪ শতাংশ

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে ১৭ দশমিক ৫৪ শতাংশ; যা আগের অর্থবছরের তুলনায় কিছুটা কমেছে।



বুধবার (১৪ জানুয়ারি) পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, চলতি ২০২৫-২৬ অর্থবছরের এডিপিতে বরাদ্দ ছিল ২ লাখ ৩৮ হাজার ৬৯৫ কোটি টাকা। তবে সম্প্রতি ৩০ হাজার কোটি টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে জুলাই-ডিসেম্বর মাসে মন্ত্রণালয় ও বিভাগগুলো ব্যয় করতে পেরেছে মাত্র ৪১ হাজার ৮৭৬ কোটি টাকা। যা মোট এডিপি বরাদ্দের ১৭ দশমিক ৫৪ শতাংশ। আইএমইডির ওয়েবসাইটে বিশ্লেষণ করে দেখা যায়, গত অর্থবছরের (২০২৪-২৫) একই সময়ে ব্যয় হয়েছিল ৫০ হাজার ২ কোটি টাকা। যা মোট এডিপি বরাদ্দের ১৭ দশমিক ৯৭ শতাংশ। আর গত ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ছয় মাসে এডিপি বাস্তবায়ন হয়েছিল ২২.৪৮ শতাংশ। এছাড়া ২০২২-২৩ অর্থবছরে ২৩.৫৩ শতাংশ ও ২০২১-২২ অর্থবছরে এডিপি বাস্তবায়ন হয়েছিল ২৪.০৬ শতাংশ। এদিকে গত ডিসেম্বর মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে ৫.৮০ শতাংশ বা ১৩ হাজার ৮৩৩ কোটি টাকা। আর গত ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে এডিপি বাস্তবায়ন হয়েছিল ৫.৬৭ শতাংশ।


শেয়ার করুন