১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ০৮:২৭:০৫ পূর্বাহ্ন
ঢাকাকে পাত্তাই দিলো না নোয়াখালী
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ১১-০১-২০২৬
ঢাকাকে পাত্তাই দিলো না নোয়াখালী

টানা ছয় ম্যাচে হারের পর জয়ের দেখা পাওয়া নোয়াখালী এক্সপ্রেস জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৪১ রানে হারিয়েছে নবাগত ফ্র্যাঞ্চাইজিটি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে নোয়াখালী এক্সপ্রেস নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৪ রান সংগ্রহ করে। জবাবে ১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৪৩ রানে গুটিয়ে যায় ঢাকা ক্যাপিটালস।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নোয়াখালী অধিনায়ক হায়দার আলী। সৌম্য সরকার ও হাসান ইসাখিলের উদ্বোধনী জুটিতে উড়ন্ত সূচনা পায় দল। দুজন মিলে প্রথম উইকেটে যোগ করেন ১০১ রান। সৌম্য সরকার ২৫ বলে ৪৮ রান করে আউট হন।

মাঝের দিকে ব্যাটিং ধস নামে নোয়াখালীর। সাহাদাত হোসেন দীপু ৩ ও হাবিবুর রহমান সোহান ৪ রানে বিদায় নেন। এরপর মোহাম্মদ নবী ক্রিজে এসে ছেলে ইসাখিলের সঙ্গে ৫৩ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। নবী ১৩ বলে ১৭ রান করে ফিরলেও দলের বড় সংগ্রহ নিশ্চিত করেন।

অধিনায়ক হায়দার আলী শূন্য রানে আউট হন। জাকের আলী করেন ৮ রান। শেষদিকে হাসান ইসাখিল সেঞ্চুরির খুব কাছে গিয়ে আউট হন ৯২ রানে। ৬০ বলে খেলা তার অনবদ্য ইনিংসে ছিল সাতটি চার ও পাঁচটি ছক্কা। হাসান মাহমুদ (০) ও মেহেদী হাসান রানা (৪) অপরাজিত থাকেন।

ঢাকা ক্যাপিটালসের হয়ে দুটি করে উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নোয়াখালীর বোলারদের চাপে পড়ে ঢাকা ক্যাপিটালস। ব্যাটারদের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। মাত্র তিনজন ব্যাটার বিশের ঘর পার করতে সক্ষম হন। মোহাম্মদ সাইফউদ্দিন সর্বোচ্চ ৩৪ রান করেন। অধিনায়ক মোহাম্মদ মিঠুন করেন ৩৩ রান। শামীম হোসেন পাটোয়ারী করেন ২৯ রান।

ফলে নির্ধারিত ২০ ওভারের আগেই ১৪৩ রানে অলআউট হয়ে যায় ঢাকা ক্যাপিটালস এবং ম্যাচটি ৪১ রানে জিতে নেয় নোয়াখালী এক্সপ্রেস।

এই জয়ের মাধ্যমে নোয়াখালী এক্সপ্রেস আত্মবিশ্বাস ফিরে পাওয়ার পাশাপাশি টুর্নামেন্টে নিজেদের অবস্থান আরও শক্ত করল।

শেয়ার করুন