চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে নিজের প্রথম ম্যাচেই নজর কাড়লেন সংযুক্ত আরব আমিরাতের ওপেনার মোহাম্মদ ওয়াসিম। দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন তিনি।
নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে খেলতে নেমে ৩৫ বলে ৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ওয়াসিম। তার এই ইনিংসের ওপর ভর করেই জয় পায় রাজশাহী ওয়ারিয়র্স।
ম্যাচ শেষে ওয়াসিম জানান, বিপিএলে আসার আগে বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের কাছ থেকে পরামর্শ নিয়েছিলেন তিনি। সম্প্রতি আইএলটি-টোয়েন্টিতে এমআই এমিরেটসের হয়ে সাকিবের সঙ্গে একই দলে খেলেছেন ওয়াসিম।
ম্যাচসেরা ওয়াসিম বলেন,
“সাকিব ভাই আমাদের বড় ভাই। তার সঙ্গে অনেক ক্রিকেট খেলেছি। তিনি বাংলাদেশের হয়ে অনেক অর্জন করেছেন, একজন লিজেন্ড। তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। বাংলাদেশে এসে কীভাবে খেলতে পারি, সে বিষয়ে তার কাছে জানতে চেয়েছিলাম। তিনি কিছু পরামর্শ দিয়েছিলেন, এখানে এসে সেগুলো কাজে লাগিয়েছি।”
প্রথমবার বিপিএলে ম্যাচসেরা হওয়া নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ওয়াসিম বলেন,
“প্রথমেই আমি আমার প্রিয় আল্লাহকে ধন্যবাদ দিতে চাই। দলের জন্য অবদান রাখতে পেরে খুব খুশি। এটি আমার প্রথম বিপিএল ম্যাচসেরা পুরস্কার। চেষ্টা করব এই মোমেন্টাম ধরে রেখে সামনে এগিয়ে যেতে।”
আইএলটি-টোয়েন্টিতে খেলার অভিজ্ঞতা বিপিএলে কাজে এসেছে বলেও জানান তিনি। ওয়াসিম বলেন,
“আইএলটি-টোয়েন্টি আমাদের অনেক সাহায্য করে। সেখানে অনেক বড় বড় খেলোয়াড় খেলেন। তাদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করার সুযোগ পাই, অনেক কিছু শেখা যায়। আজকের ম্যাচে সেই অভিজ্ঞতা কাজে লাগাতে পেরেছি, যা আমাকে অনেক সাহায্য করেছে।”
সিলেটের উইকেট নিয়েও নিজের পর্যবেক্ষণ জানান এই ওপেনার। তিনি বলেন,
“শুরুর দিকে উইকেট একটু কঠিন ছিল। সকালে বল কিছুটা নড়াচড়া করছিল। তবে ১০ ওভার পর উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো হয়ে যায়। এরপর আমরা ভালো শুরু পাই এবং সেই মোমেন্টাম ধরে রাখতে পেরেছি।”
ওয়াসিমের এমন পারফরম্যান্সে রাজশাহী ওয়ারিয়র্সের শিবিরে এখন আত্মবিশ্বাস তুঙ্গে।

